মঙ্গলবার, ৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ,২১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

বিরলে পুলিশ সুপারের আকস্মিক পরিদর্শন

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন ২০২৫ সালের ১৯ অক্টোবর (রবিবার) আকস্মিকভাবে বিরল থানাধীন জগতপুর পুলিশ তদন্ত কেন্দ্র পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি তদন্ত কেন্দ্রে কর্মরত অফিসার ও ফোর্সের সঙ্গে মতবিনিময় করেন এবং জনগণের সেবায় আন্তরিকতা, পেশাদারিত্ব, নৈতিকতা ও সদাচরণের গুরুত্ব তুলে ধরেন।

পুলিশ সুপার বলেন, “জনগণের আস্থা অর্জনই পুলিশের সর্বোচ্চ সফলতা। আইনশৃঙ্খলা রক্ষা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই পুলিশের পবিত্র দায়িত্ব। প্রত্যেক সদস্যকে দায়িত্ববোধ ও মানবিক আচরণের মাধ্যমে সেই আস্থা ধরে রাখতে হবে।”

পরিদর্শনের সময় তিনি তদন্ত কেন্দ্রের আইনশৃঙ্খলা পরিস্থিতি, স্থানীয় জনগণের সঙ্গে সম্পর্ক, ও সেবা কার্যক্রমের মানোন্নয়ন বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন।

তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাদের মতামত গ্রহণ করেন এবং পুলিশের কার্যক্রম আরও জনবান্ধব ও কার্যকর করতে দিকনির্দেশনা প্রদান করেন।

স্থানীয় জনগণ ও উপস্থিত কর্মকর্তারা জানান, পুলিশ সুপারের এ ধরনের আকস্মিক মাঠ পরিদর্শন পুলিশের কর্মতৎপরতায় নতুন উদ্দীপনা যোগাবে এবং জনগণের মধ্যে বিশ্বাস ও আস্থা বৃদ্ধি করবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ