
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার ভিটি বিশাড়া গ্রামের রেমিট্যান্স যোদ্ধা, কুয়েতপ্রবাসী মো. ওবায়েদ উল্লাহ অবিদ মানবিক কাজে বিশেষ অবদান রাখার জন্য বিশেষ সম্মাননা স্মারক পুরস্কার পাচ্ছেন। স্বপ্নের ব্রাহ্মণবাড়িয়া আদর্শ পাঠশালার উদ্যোগে তাঁকে এই সন্মাননা দেয়া হচ্ছে।
নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, মানবিক ও মানুষের কল্যাণে কাজ করার জন্য মো. ওবায়েদ উল্লাহ অবিদকে আগামী ৭ জুন ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে এক অনাড়ম্বর অনুষ্ঠানে বিশেষ সম্মাননা স্মারক পুরস্কার তুলে দেয়া হবে।
জানা যায়, মো. ওবায়েদ উল্লাহ অবিদ রতনপুর ইউনিয়ন ছাড়াও বিভিন্ন এলাকায় অসহায় মানুষদের সহযোগিতা করে আসছেন। এছাড়াও সামাজিক, শিক্ষা, খেলাধুলা, সাংস্কৃতিক, ছিন্নমূল শিশুদের সহায়তা, রাস্তা মেরামতসহ নানান ধরনের সমাজকল্যাণমূলক কাজ করেন তিনি।
অনুষ্ঠানের আয়োজকরা জানায়, রেমিট্যান্স যোদ্ধা, কুয়েত প্রবাসী মো. ওবায়েদ উল্লাহ অবিদ মানবতার জন্য বিশেষ অবদান রাখায় এই পুরস্কার পাচ্ছেন। এই উদ্যোগ ভবিষ্যতে মানবিক কাজ করার জন্য অন্য মানুষকেও অনুপ্রাণিত করবে বলে আমরা বিশ্বাস করি।