
মো. নাঈম হোসেন, রাজশাহী : নাটোর নলডাঙ্গা থানার বাসুদেবপুর গ্রামের বিশ্বরূপ ভট্টাচার্য রাজধানীর কাকরাইল থেকে হারিয়ে গেছেন।
বিশ্বরূপ ভট্টাচার্য পরিবার সূত্রে জানা যায়, তিনি তার মা সাবিতা রানী ভট্টাচার্যের সঙ্গে গতকাল রোববার বিকাল ৫টায় ঢাকার কাকরাইলে জাতীয় স্কাউট ভবনের ৭ম তলায় প্রোর্গেসিভ লাইফ ইন্সুরেন্স বীমার অফিসে চেক গ্রহণের জন্য বসেছিলেন। হঠাৎ তার মা সাবিতা রানী খেয়াল করেন তার ছেলে পাশে নেই। তারপর অনেক খোঁজাখুঁজি করেও বিশ্বরুপকে না পেয়ে পল্টন মডেল থানায় একটি জিডি করেন তার মা। জিডি নং- ৪৩১।
হারানো বিশ্বরূপ ভট্টাচার্যের বর্ণনা: উচ্চতা ৫ ফুট ১ ইঞ্চি, গায়ের রং ফর্সা, ফুলহাতা লাল শার্ট ও জিন্সের প্যান্ট পড়া ছিল। মাথার চুল ছোট ও কালো ।
যোগাযোগ: ০১৭১১৯৭৬৭৮৯, ০১৯৭৯৯৩৩১৩৬