
মো. শফিকুল ইসলাম: বিশ্ব ধূমপানমুক্ত পরিষদের ক্যাম্পেইন টু ভিশন ডাব্লউ এস এফ সি এর অংশ হিসেবে “জীবন বদলে দাও” নামক ক্যাম্পেইনের উদ্বোধন শুক্রবার সকাল ১১ টায় হাইকোর্ট মাজার গেটে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল ২৪ এর সিনিয়র নিউজ প্রেজেন্টার ও পরিচালক জনসংযোগ বিভাগ বিজিএমইএ ইউনিভার্সিটি মুহাম্মদ ইমতিয়াজ, উপদেষ্টা বিশ্ব ধূমপানমুক্ত উপদেষ্টা পরিষদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদস্য এফবিসিসিআই, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এবং বর্তমান যুগ্ম আহ্বায়ক খিলগাঁও থানা বিএনপি মোঃ জাকির হোসেন রিপন, উপদেষ্টা বিশ্ব ধূমপানমুক্ত উপদেষ্টা পরিষদ।
প্রথম আলোচক কথাসাহিত্যিক লেখক গবেষক ও সাধারণ সম্পাদক ম্যাজিক ফেডারেশন শিকদার আব্দুস সালাম, উপদেষ্টা বিশ্ব ধূমপানমুক্ত উপদেষ্টা পরিষদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন এবিএম সোবহান হাওলাদার সম্পাদক ও প্রকাশক, উপদেষ্টা বিশ্ব ধূমপানমুক্ত উপদেষ্টা পরিষদ, লেখক গবেষক ফিলোসফার মানবাধিকার কর্মী মোঃ মোশারফ হোসেন উপদেষ্টা বিশ্ব ধূমপানমুক্ত উপদেষ্টা পরিষদ।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন সাংবাদিক মোঃ রেজাউল ইসলাম লাকী সাধারণ সম্পাদক বিশ্ব ধূমপানমুক্ত নির্বাহী পরিষদ, আহবায়ক ক্যাম্পেইন টু ভীষণ ডব্লিউএসএফসি বাস্তবায়ন কমিটি।
আরো উপস্থিত ছিলেন সহসভাপতি লায়ন হেলাল উদ্দিন, সাংবাদিক হাসান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মনোজ হালদার, অ্যাডভোকেট সেলিনা আক্তার, সাংবাদিক মোঃ জিল্লুর রহমান আজাদ, রেদোয়ান হোসেন অমি, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ শহিদুল ইসলাম আলম, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ইয়াসিন মোহাম্মদ তুহিন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ স্বপন মিয়া শিশু ও মহিলা বিষয়ক সম্পাদক রাজিয়া সুলতানা তূর্ণা, সহ মিডিয়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ সাইদুল ইসলাম, সহ ছাত্র বিষয়ক সম্পাদক নুর নিলয়, সদস্য মোঃ রাসেল, আতিকা ইসলাম সহ মহানগর বিভাগের অন্যান্য নেতৃবৃন্দ।
উদ্বোধক মুহাম্মদ ইমতিয়াজ’র উদ্বোধনীর ঘোষণার মাধ্যমে বেলা সাড়ে ১১টার দিকে হাইকোর্ট মাজারের গেট থেকে ক্যাম্পেইনটি রেলি আকারে প্রেসক্লাব, পল্টন মতিঝিল গিয়ে শেষ হয়, উক্ত অনুষ্ঠানের কার্যক্রমের অংশ হিসেবে পথশিশু, মাদকাসক্ত ব্যক্তি, ধূমপায়ী ব্যক্তি ও দুস্থদের খাবার বিতরণ এবং তাদেরকে ধূমপান ও মাদকের ব্যাপারে সচেতন করে তোলার জন্য নেতৃবৃন্দ বিভিন্ন রকমের বুদ্ধি পরামর্শ দেন ধূমপান ও মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে তাদেরকে অবহিত করেন।
এই অনুষ্ঠানের সভাপতি সাংবাদিক মোঃ রেজাউল ইসলাম লাকী তার স্বাগত বক্তব্যে বলেন, ধূমপানই নেশার প্রথম সিঁড়ি অর্থাৎ ধূমপানকে সবাই না বলুন। ধূমপানের মাধ্যমে অর্থনৈতিক সামাজিক মানসিক ক্ষতি হচ্ছে, আমরা অধূমপায়ী আমরা এমন ভাবে চলব যে আমাদেরকে দেখে ধূমপায়ী ব্যক্তিরা ধূমপান ছেড়ে দিয়ে আমাদের সাথে একাত্মতা ঘোষণা করবেন।
উক্ত প্রোগ্রামের বক্তারা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, ধূমপান দিয়েই মাদকের প্রথম যাত্রা শুরু। অতএব ধূমপানকে রোধ করতে পারলে মাদকের ছোঁয়া থেকে সমাজ বেঁচে যাবে। সমাজকে বাঁচাতে হলে ধূমপানের বিরুদ্ধে সরকারি আইনকে কার্যকর করতে হবে এবং সর্বস্তরের মানুষকে সচেতন হতে হবে ও সচেতন করে তুলতে হবে। যাতে করে মানুষ ধূমপান না করে। ধূমপান করার জন্য সকল জায়গাতে আলাদা করে ধূমপান জোন তৈরি করা উচিত। সরকারি আইন অনুযায়ী আইন কার্যকরী করতে পারলে ধূমপান কমে আসবে সমাজ জাতি উপকৃত হবে।
এরকমের নানাবিধ কার্যক্রম দিয়ে আজকের এই ক্যাম্পেইনটি শেষ হয়।