
খাঁন মো. আঃ মজিদ, দিনাজপুর: দিনাজপুরের বীরগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে আহত মো. মফিজুল ইসলাম (৪৭) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত ১২টায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মফিজুল উপজেলার শতগ্রাম ইউনিয়নের মুচিবাড়ী গ্রামের মৃত সলিম উদ্দিনের ছেলে। এ ঘটনায় নিহতের ভাই মো. জাহাঙ্গীর আলম বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে বীরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।
পুলিশ জানায়, মৃত লতিফুর রহমানের ছেলে মো. হাসিনুর (৩৫)-এর সঙ্গে মফিজুল ইসলামের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে গত ১০ মার্চ সন্ধ্যায় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে মফিজুল ইসলাম গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে ১৩ মার্চ রাত ১২টায় তিনি মারা যান।
বীরগঞ্জ থানার ওসি মো. আব্দুল গফুর বলেন, ‘এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে ১০ জনের বিরুদ্ধে মামলা করেছেন। এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’