শুক্রবার, ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ,১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

বীরগঞ্জে ৩৯৫ কেজি কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার, গ্রেপ্তার ১

খাঁন মোঃ আঃ মজিদ, দিনাজপুর: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় একটি বাড়ির উঠান থেকে ৩৯৫ কেজি ওজনের দুর্লভ কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় মূর্তি পাচারের অভিযোগে আক্কাস আলী (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার সকালে বীরগঞ্জ উপজেলার ৩নং শতগ্রাম ইউনিয়নের অর্জনাহার গ্রামে অভিযান চালিয়ে মূর্তিটি উদ্ধার করা হয়। দিনাজপুর র‌্যাব-১৩ ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক ফ্লাইট লেফটেন্যান্ট মো. সাইফুল্লা নাঈম প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
র‌্যাব জানায়, গ্রেপ্তার আক্কাস আলী বীরগঞ্জ উপজেলার ঝাড়বাড়ী গ্রামের আবেদ আলীর ছেলে। অভিযানে ছমির উদ্দিনের ছেলে খুরশিদ আলমের বাড়ির উঠানে লাউগাছের নিচে মাটিতে পুঁতে রাখা বিশাল আকারের মূল্যবান কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া মূর্তিটির দৈর্ঘ্য ৬৬ ইঞ্চি, প্রস্থ ৩০ ইঞ্চি, এবং ওজন ৩৯৫ কেজি। আন্তর্জাতিক বাজারমূল্য অনুযায়ী মূর্তিটির দাম প্রায় ৩ কোটি ৯৫ লাখ টাকা বলে জানিয়েছে র‌্যাব।
মূর্তি পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আক্কাস আলীকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে খুরশিদ আলম নামে আরেক আসামি পালিয়ে যান।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আক্কাস আলী স্বীকার করেছেন যে, তিনি ও পলাতক খুরশিদ আলম দীর্ঘদিন ধরে কষ্টিপাথরের মূর্তি পাচারের সঙ্গে জড়িত। তারা দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে চোরাচালান চালিয়ে আসছিলেন।
র‌্যাবের পক্ষ থেকে আক্কাস আলী ও খুরশিদ আলমের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার আক্কাস আলীকে বীরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে এবং সন্ধ্যায় তাকে দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।
পলাতক আসামি খুরশিদ আলমকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *