
খাইরুল হাসান: বাংলাদেশের সর্বোচ্চ সামরিক সম্মান বীরশ্রেষ্ঠ খেতাবে ভূষিত মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ শেখ-এর ৫৪তম মৃত্যুবার্ষিকী আজ ৫ সেপ্টেম্বর।
১৯৭১ সালের এদিনে যশোরের গোহেনাটীতে পাকিস্তানি সেনাদের সাথে সম্মুখযুদ্ধে তিনি বীরের মতো লড়ে শহীদ হন।
১৯৩৬ সালের ২৬ ফেব্রুয়ারি নড়াইল জেলার মহিষখোলা গ্রামে জন্মগ্রহণ করেন নূর মোহাম্মদ শেখ। শৈশব থেকেই সাহস ও দেশপ্রেম ছিল তাঁর চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি ৮ নং সেক্টরের হয়ে যুদ্ধে অংশ নেন এবং দেশের স্বাধীনতার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেন।
যুদ্ধের ময়দানে অসীম সাহসিকতার পরিচয় দিয়ে তিনি সহযোদ্ধাদের প্রাণ বাঁচাতে নিজের জীবন উৎসর্গ করেন। তাঁর আত্মত্যাগের জন্য স্বাধীনতার পর তাকে বীরশ্রেষ্ঠ খেতাবে ভূষিত করা হয়।
এ উপলক্ষে আজ নড়াইলসহ সারাদেশে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে। নড়াইলে তাঁর সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়া স্কুল, কলেজ ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন তাঁর বীরত্বগাথা স্মরণে আলোচনা সভা ও প্রার্থনার আয়োজন করেছে।
দেশের মানুষ আজ গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছে এ মহান মুক্তিযোদ্ধাকে। বক্তারা বলছেন, নূর মোহাম্মদ শেখের সাহস ও আত্মত্যাগ বর্তমান প্রজন্মকে অনুপ্রাণিত করবে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে এবং মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করতে।