শনিবার, ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ,২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বীর নিবাসে অনিয়ম: কাজ বন্ধ করে দিলেন সরাইলের ইউএনও

এস. এম পারভেজ আলম আদেল, স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য নির্মাণাধীন বীর নিবাস প্রকল্পে বড় ধরনের অনিয়ম ধরা পড়ায় তাৎক্ষণিকভাবে নির্মাণকাজ স্থগিত করেছেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু বক্কর সরকার।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের তিনটি বীর নিবাসের মধ্যে দুইটির ছাদ ঢালাই কাজ পরিদর্শন করেন ইউএনও আবু বক্কর সরকার এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা।

পরিদর্শনে দেখা যায়, ভবনের ছাদের রডের প্লেসমেন্ট অনুমোদিত নকশা ও প্রাক্কলনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এর ফলে নির্মাণমান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

পরিস্থিতি অনুকূলে না থাকায় ইউএনও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে কাজ বন্ধের নির্দেশ দেন। তিনি জানান, মুক্তিযোদ্ধাদের জন্য নির্মিত ঘর কোনোভাবেই নিম্নমানের হতে দেওয়া হবে না এবং সরকারি প্রকল্পে কোনো ধরনের অনিয়ম বা অবহেলা সহ্য করা হবে না।

জানা গেছে, ২০২৩-২৪ অর্থবছরের বীর নিবাস নির্মাণ প্রকল্পের লট নং ০৩–এর কাজ বাস্তবায়নের দায়িত্বে রয়েছে মেসার্স রেনু বিল্ডার্স, সদর, ব্রাহ্মণবাড়িয়া। উপজেলা প্রশাসন নিয়মিত তদারকির মাধ্যমে প্রকল্পের মান নিশ্চিত করছে।
ঘটনার পর ইউএনও আবু বক্কর সরকার তাঁর অফিসিয়াল ফেসবুক আইডি (UNO SARIAL) থেকে বিষয়টি জনসাধারণের সঙ্গে শেয়ার করেন। স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে তাঁর কঠোর অবস্থান এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ