মঙ্গলবার, ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ,৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
Mujib

/

এর সর্বশেষ সংবাদ

বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন হাজারীর মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, কাস্টমস এর সাবেক সহকারী কমিশনার ও আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন হাজারীর নামাজে জানাজা আজ ২৫ জুলাই সোমবার বাদ যোহর নগরীর জমিয়তুল ফালাহ জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়।

নামাজে জানাজায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগ নেতা মোঃ গিয়াস উদ্দিন, চট্টগ্রাম মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ, সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইমাম হোসেন বিলু, আওয়ামী লীগ নেতা মোঃ মহিউদ্দিন বাচ্চু, ফরিদ মাহমুদ, মোঃ সেলিম উদ্দিন। লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিদ্দিক আহমেদ, সাধারণ সম্পাদক দিদারুল আলম মাসুম, লালখান বাজার ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসনাত মোঃ বেলাল, বিআরটিএ, চট্টগ্রামের উপ- পরিচালক তৌহিদুল হোসেন।

পরিবহন মালিক সমিতির নেতা গোলাম রসুল বাবুল, জিয়াউদ্দীন মিজান, সাবেক বাকাএভ সভাপতি কামরুল ইসলাম, যুদ্ধকালীন সময়ে নোয়াখালী জেলা সাব-সেক্টর কমান্ডার ফজলুল করিম হাজারী উপস্থিত ছিলেন।

জানাজা শেষে চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষে রাস্ট্রীয় সালাম-গার্ড অব অনার প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদ হোসেনের নেতৃত্বে বাংলাদেশ পুলিশের একটি চৌকস দল।

বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন হাজারী গত ২২ জুলাই চিকিৎসাধীন অবস্থায় ভারতের চেন্নাই এ্যাপোলো হাসপাতালে সন্ধ্যা ৬ টায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।

মরহুমের পরিবারের পক্ষ হতে উপস্থিত সকলের নিকট মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া প্রার্থনা করেছেন মরহুম দেলোয়ার হোসেন হাজারী’র ছোট ভাই আমজাদ হোসেন হাজারী।

যায়যায়কাল/২৫জুলাই২০২২/কেএম

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on tumblr
Tumblr
Share on telegram
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ