
মো. শফিকুল ইসলাম, চট্টগ্রাম: বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সংসদীয় আসন চট্টগ্রাম-১০ হালিশহর, পাহাড়তলী, খুলশী, পাঁচলাইশ-ডবলমুরিং (আংশিক) স্বেচ্ছাসেবক দলের সমন্বয়ে শোক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় নগরীর একটি কমিউনিটি সেন্টারে এ শোক সভা অনুষ্ঠিত হয়
চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু’র সভাপতিত্বে ও সদস্য সচিব ইন্জিনিয়ার জমির উদ্দিন নাহিদের সঞ্চালনায় শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মনোনীত চট্টগ্রাম ১০- আসনের ধানের শীষের প্রার্থী সাঈদ আল নোমান বলেন, ‘বেগম খালেদা জিয়ার মৃত্যু শুধু বিএনপির নয়, এটি গণতন্ত্রকামী সমগ্র জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। তিনি ছিলেন এ দেশের স্বাধীনতা-পরবর্তী রাজনীতির সবচেয়ে সাহসী ও জনপ্রিয় নেত্রী; যিনি স্বৈরাচারের দমন-পীড়ন ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মাথা উঁচু করে লড়াই করেছেন।’
তিনি আরও বলেন, ‘কারাগারের অন্ধকার প্রকোষ্ঠ, অসুস্থ শরীর, সীমাহীন নির্যাতন—কিছুই তাকে আদর্শচ্যুত ও জনগণ থেকে বিচ্যুত করতে পারেনি। আপস না করার রাজনীতির যে দৃষ্টান্ত তিনি রেখে গেছেন, তা ইতিহাসে বিরল। ক্ষমতার জন্য নয়, তিনি লড়েছেন মানুষের ভোটের অধিকার, মত প্রকাশের স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য।’
সভাপতির বক্তব্যে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু বলেন, ‘আমরা গণতন্ত্রের মাকে হারিয়েছি, জাতি অভিভাবককে হারিয়েছে। কিন্তু তাঁর আদর্শ হারায়নি। বেগম খালেদা জিয়ার শ্রম ও ঘামের বিনিময়ে গড়ে ওঠা বিএনপি কখনোও জনগণ থেকে বিচ্ছিন্ন হবে না । তাঁর দেখানো পথেই আমরা জনগণের সাথে থাকবো, গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাবো।’
শোক সভার সঞ্চালক চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইন্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ বলেন, ‘শোককে শক্তিতে পরিণত করে শহীদ জিয়া ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি গণতান্ত্রিক, মানবিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তুলবো।’
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক মাঈনুদ্দিন রাশেদ, সিরাজুল ইসলাম ভূঁইয়া, মহসিন কবির আপেল, দিদার হোসেন, গোলাম সরোয়ার, আব্দুল হালিম গুড্ডু, সদস্য আব্দুল হাই, সৈয়দ মফিজ উদ্দিন সুমন, আকতার হোসেন, মো. জাকির হোসেন, আব্দুল মান্নান আলমগীর, মো. জাহিদুল ইসলাম (দপ্তরের দায়িত্বে), নোমান সিকদার সোহাগ, মুরাদ আলম, মো. ইসকান্দর, দেলোয়ার হোসেন জনি, মোহাম্মদ জাবেদ সাফায়াত সোবহান, রাশেদ পাটোয়ারী।
এসময় আরো উপস্থিত ছিলেন, হালিশহর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ারুল কাফি মুন্না, পাহাড়তলী থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনিসুজ্জামান পাটোয়ারী টুটুল, পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিউল আলম শফি, ডবলমুরিং থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আকতার হোসেন বাবলু, ডবলমুরিং থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদুর রহমান মোহন, পাহাড়তলী থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালাউদ্দিন রাসেল মির্জা, হালিশহর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল্লাহ আল ফিরোজ টিপু, পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুরুল কবির পলাশ সহ থানা, ওয়ার্ড ও ইউনিটের সর্বস্তরের নেতৃবৃন্দ।











