বৃহস্পতিবার, ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

বেরোবিতে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ব্যবস্থার ধাঁধা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত 

মো. রিফাত ইসলাম, বেরোবি: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আয়োজনে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ব্যবস্থার ধাঁধা কি চাই এবং কেনো: কর্তৃত্ববাদ, ফ্যাসিবাদ না গণতন্ত্র শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেল তিন টায় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের গ্যালারি রুমে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী গোলাম মোস্তফা কামালের সঞ্চালনায় সেমিনারে আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সমাজ ও রাজনীতি বিশ্লেষক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান।  এসময় তিনি বলেন, দক্ষিণ এশিয়া গণতন্ত্র প্রতিষ্ঠার দিকে হাঁটছে। মালদ্বীপ, পাকিস্তান এবং ভারতে গণতন্ত্র প্রতিষ্ঠা পাচ্ছে। বাংলাদেশের দিকে তাকালে আমরা দেশি যারা ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করতে চেয়েছিল, তারা উৎখাত হয়েছে। মালদ্বীপে রাজতন্ত্র দিয়ে শুরু হলেও আজ সেটি গণতন্ত্রের দিকে।
তিনি আরও বলেন, ভারতবর্ষের মানুষ শাসনকে ভয় পায়। এইটা আমাদের খারাপ দিক। গত ১৫ বছর ধরে শিক্ষক,ছাত্র,ইমাম, গণমাধ্যমসহ সবাই সরকারের তোষামোদ করত। খুব অল্প মানুষ শাসককে প্রশ্ন করত। কাজের সমালোচনা করত। এতেই দেশে ফ্যাসিবাদের জন্ম হয়। বাংলাদেশের ইতিহাসের তিনটা নির্বাচন নাগরিকদের মূল্যায়ন ছিল না। এইটা আমাদের সর্বস্তরের মানুষের  ব্যর্থতা ছিল। তারই ফলস্বরূপ আজকের এই অভ্যূত্থান হয়েছে। এত গুলো মানুষ প্রাণ হারিয়েছে। আমরা একটি জবাবদিহিমূলক সরকার চাই। সরকারকে অবশ্যই জবাবদিহিতার আনতে হবে। যাতে আর কোনো সরকার মানুষের ভোটের হরণ করতে না পারে।
আলোচনায় আরও উপস্থিত ছিলেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক কাজী রেজুয়ান হোসেন, সহকারী অধ্যাপক মোছাঃ রাজিয়া সুলতানা ও মো. সাইফুল ইসালাম, প্রভাষক মুনমুন আক্তার ও  জামিলুর রহমান।
Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *