শুক্রবার, ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১সপ্তাহ ধরে পানি নেই, দুর্ভোগে রোগীরা

বেলাব (নরসিংদী) প্রতিনিধি:

পানির পাম্প বিকল হবার কারনে ১ সপ্তাহ ধরে পানি সংকটে পড়েছে নরসিংদীর বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র চিকিৎসা কেন্দ্রটি। পানি সরবরাহ বন্ধ থাকায় দূর্ভোগে পড়েছে হাসপাতালে ভর্তি
হওয়া রোগী ও সেখানের কর্মকর্তা ও কর্মচারীরা। অন্যদিকে ১ সপ্তাহ ধরে হাসপাতালে পানির ব্যবস্থা না
করায় হাসপাতালটিতে ভর্তি হওয়া রোগীরা চিকিৎসা না নিয়েই চলে যাচ্ছেন বাড়িতে।

বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিতে চিকিৎসা নেয় বেলাব ও পাশ্ববর্তী কুলিয়ারচর উপজেলার প্রায়
আড়াই লক্ষ মানুষ। হাসপাতালটিতে শুরু থেকে এক্সরে,ইসিজি,অভিজ্ঞ ডাক্তার,ওটির সমস্যা থাকলেও কয়েক
বছর ধরে এসব সমস্যা সমাধান হয়েছে। কিন্তু হঠাৎ করেই গত ১সপ্তাহ ধরে এই হাসপাতালের একমাত্র
পানির পাম্পটি নষ্ট হয়ে যায়। পানির পাম্প নষ্ট হয়ে যাবার পর তা মেরামতের জন্য পাঠানো হয় নরসিংদীতে।

কিন্তু ১সপ্তাহ আগে নষ্ট পানির পাম্প মেরামতের জন্য দেয়া হলেও এখনো পর্যন্ত তা মেরামত করা হয়নি।
পানির পাম্প না থাকায় পানির অভাব পড়ে হাসপাতালে। যার প্রভাব পড়ে হাসপাতালে ভর্তিকৃত রোগী ও
কর্মরত স্টাফদের।

খবর পেয়ে সরেজমিনে আজ বৃহস্পতিবার উক্ত স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়,পুরো হাসপাতালে
রোগী ভর্তি আছে মাত্র ৫ জন।হাসপাতালটির একপাশে পুরাতন বিল্ডিং এ পুরুষ ওয়ার্ডের সবগুলো সিটই খালী। মহিলা ওয়ার্ডেরও একই অবস্থা। তবে মহিলা ওয়ার্ডে ১জন রোগী ভর্তি আছে দেখা গেছে।
ওয়ার্ড ও কেবিনের ভিতরের গিয়ে দেখা যায়,পুরুষ ও মহিলা ওয়ার্ড ও কেবিনের ট্যাপ থেকে পানি পড়ছেনা।

হাসপাতালে ভর্তি কয়েকজন রোগীজানান, হাসপাতালে পানি না থাকায় তারা বাইরে থেকে পানি আনেন। যাদের অর্থনৈতিক অবস্থা একটু ভাল তারা পানি কিনে আনে। প্রাকৃতিক কাজে
টয়লেটে যেতে পারেনা পানির অভাবে। শৌচাগারেও তীব্র দূর্গন্ধ। এমন অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিতে এসে ভর্তি হওয়া রোগীরা চিকিৎসা না নিয়েই চলে যাচ্ছে বাড়িতে।

হাসপাতালে ভর্তি মানিক মিয়া নামে এক রোগী জানান,গত সোমবার তিনি হাসপাতালে ভর্তি হযেছেন। ভর্তি হবার পর এ পর্যন্ত তিনি পানি পাননি। চিকিৎসাও তেমন পাচ্ছেন না। পানি সংকটের কারনে বাথরুমে দুর্গন্ধ ছড়াচ্ছে।

রোগির স্বজন মোঃ অলফত আলী বলেন,আমাদের পানি না হলে এক মিনিটও চলে না।এখানে চিকিৎসার জন্য আসার পর থেকে টয়লেটের ট্যাপে পানি নেই। পানি সরবরাহ বন্ধ থাকায় অনেক রোগী হাসপাতাল ছেড়ে চলে গেছেন।আমরা গরিব বিধায় সরকারি হাসপাতালে আসছি।

হাসপাতালের দুতলায় রোগীদের দায়িত্বে থাকা নাসিমা সরকার নামে সিনিয়র একজন স্টাফ নার্স বলেন,পানির পাম্প এক সপ্তাহ ধরে নষ্ট । রোগী যে ভর্তি হচ্ছেনা তা নয়। তবে পানির কারনে তাদের একটু সমস্যা হচ্ছে। ৪/৫ দিনের মধ্যেই এ সমস্যার সমাধান হবে আশা করা যায়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সৈয়দা তানজিনা আফরিনকে না পেয়ে কথা হয় হাসপাতালটির মেডিক্যাল অফিসার ডাঃ বেনজির দুরদানার সাথে তিনি জানান,পানির পাম্পটি নষ্ট হয়ে যাবার ফলে এ সমস্যা হয়েছে। পানির পাম্প ঠিক করতে দেয়া হয়েছে। এটি মেরামত হলেই আর এ সমস্যা থাকবেনা।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on tumblr
Tumblr
Share on telegram
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ