শুক্রবার, ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ভবিষ্যতে কোনো পলিটিক্যাল প্ল্যাটফর্ম হবে না: সারজিস আলম

রকিবুজ্জামান, মাদারীপুর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই প্ল্যাটফর্ম শব্দটা ভবিষ্যতে কোনো পলিটিক্যাল প্ল্যাটফর্ম হবে না এটা শতভাগ নিশ্চিত। কিন্তু এই প্ল্যাটফর্মের যে মানুষগুলো তারা যদি ভবিষ্যতে রাজনীতি করতে চায় অন্য কোনো নামে, অন্য কোন ব্যনারে। নতুন করে কিছু একটা তৈরি করে, সেটা তো অবশ্যই রাজনৈতিক কিংবা গণতান্ত্রিক অধিকার তাদের আছে।

শুক্রবার সকালে মাদারীপুর পৌসভার হলরুমে মাদারীপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভায় একথা বলেন।

এসময় তিনি আরো বলেন, এই মুহূর্তে বাংলাদেশে অভ্যুত্থানে প্রাথমিকভাবে জাস্ট একটা সফলতা আসলো। এটার বিরুদ্ধে চক্রান্ত ডে-বাই-ডে বাড়তেছে। আপনি যদি এখানে এখনই ইউনাইটেড না থেকে, ওই চিন্তাটাতে চলে যান এবং অভ্যুত্থানটাকে এখনো টিকিয়ে রাখার যে চেষ্টা, এটাতে না থাকেন, তাহলে সবচেয়ে বড় যে জিনিসটা হবে বিভাজনটা তৈরি হবে।

এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করাসহ মাদারীপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরাসহ সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on tumblr
Tumblr
Share on telegram
Telegram

, , , বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ