
খান মোঃ আঃ মজিদ, দিনাজপুর: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে একটি এয়ারগানসহ বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলার ২নং ইশানিয়া ইউনিয়নের খানপুর গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে মৃত আজিজুল হকের পুত্র মোঃ আব্দুস সাত্তারের বাড়িতে অভিযান চালায় যৌথ বাহিনী। এ সময় তারা একটি এয়ারগানসহ বিভিন্ন সামগ্রী জব্দ করে।
অভিযান শেষে উদ্ধারকৃত সামগ্রীর বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।