
খাঁন মো. আ: মজিদ, দিনাজপুর: বোচাগঞ্জ উপজেলার ১নং নাফানগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ তৈমুর ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে তাকে সুলতানপুর বাজার এলাকা থেকে আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হাসান সরকারের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরে আইনগত প্রক্রিয়া শেষে তাকে দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
তবে ঠিক কী কারণে তাকে গ্রেফতার করা হয়েছে, তাৎক্ষণিকভাবে পুলিশ পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।