
খান মোঃ আঃ মজিদ, দিনাজপুর: দিনাজপুরের বোচাগঞ্জে এস. আলম গ্রুপ কর্তৃক ইসলামী ব্যাংকে অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত অদক্ষ কর্মকর্তাদের ছাঁটাইয়ের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ অক্টোবর) সকাল ১০টায় ইসলামী ব্যাংক সেতাবগঞ্জ শাখা কার্যালয়ের সামনে বৈষম্য বিরোধী চাকরি প্রত্যাশী পরিষদ ও ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম, বোচাগঞ্জ-এর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ইসলামী ব্যাংকসহ দেশের ব্যাংকিং খাতে বিশেষ অঞ্চলের একচ্ছত্র অবৈধ নিয়োগ বাতিল করে মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ প্রদান করতে হবে।
তারা আরও বলেন, ২০১৭ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত এস. আলম গ্রুপ কর্তৃক নিয়োগপ্রাপ্ত অদক্ষ কর্মকর্তাদের কারণে ইসলামী ব্যাংক আর্থিক ক্ষতির মুখে পড়েছে।
বক্তারা অভিযোগ করেন, একসময় বিশ্বের শীর্ষ ১ হাজার ব্যাংকের তালিকায় স্থান পাওয়া ইসলামী ব্যাংক আজ অদক্ষ ব্যবস্থাপনার কারণে সুনাম হারাতে বসেছে।
সম্প্রতি দৈনিক ইত্তেফাক-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, এস আলম গ্রুপের নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের অদক্ষতার কারণে প্রতি বছর প্রায় ১৫ শ কোটি টাকা লোকসান গুনছে ইসলামী ব্যাংক।
বক্তারা সরকারের প্রতি আহ্বান জানান, ব্যাংকিং খাতকে রক্ষায় এস আলম গ্রুপের অবৈধ নিয়োগগুলো বাতিল করে স্বচ্ছতা, জবাবদিহিতা ও মেধাভিত্তিক নিয়োগ ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের সভাপতি আসাদ আলী, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, বৈষম্য বিরোধী চাকরি প্রত্যাশী পরিষদের সভাপতি মিরাজুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মুক্তার হোসেন।