খাঁন মো. আ. মজিদ, দিনাজপুর: গুড নেইবারস বাংলাদেশ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের উদ্যোগে বোচাগঞ্জে ‘ওয়ার্ড মাস্টার প্রতিযোগিতা’ অনুষ্ঠিত হয়েছে।
এ প্রতিযোগিতার লক্ষ্য ছিল শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা বৃদ্ধি এবং ভাষার শুদ্ধ ব্যবহার নিশ্চিত করা।
এবারের ওয়ার্ড মাস্টার প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন পর্যায়ে প্রতিযোগিতা করেন।
আয়োজকদের মতে, এর মাধ্যমে স্থানীয় শিক্ষার্থীরা ভাষার সঠিক প্রয়োগ ও ব্যাকরণে দক্ষতা অর্জনের পাশাপাশি আত্মবিশ্বাসও বৃদ্ধি করতে পারছে।
গুড নেইবারস বাংলাদেশের বোচাগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের প্রতিনিধি অনুষ্ঠানে বলেন, শিক্ষার্থীদের মধ্যে ভাষা সচেতনতা তৈরির জন্য এ ধরনের প্রতিযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর ফলে তারা সঠিকভাবে বাংলা ভাষার ব্যবহার শিখতে পারছে।
উল্লেখ্য, এ প্রতিযোগিতা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজন করা হয়, যেখানে শিক্ষার্থীরা বাংলা ভাষার ব্যাকরণ, শব্দজ্ঞান এবং বানানের ওপর দক্ষতা প্রদর্শন করে।