
খান মোঃ আঃ মজিদ, দিনাজপুর: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় আত্মহত্যার প্রবণতা বেড়ে যাওয়ায় নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে। সর্বশেষ উপজেলার আটগাঁও ইউনিয়নের বাজনিয়া গ্রামে গলায় ফাঁস দিয়ে এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছেন।
গত মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের নাম ঋতু দেব শর্মা (২৩)। তিনি স্থানীয় তারাপদ দেব শর্মার মেয়ে এবং দিনাজপুর কেবিএম কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী।
পারিবারিক সূত্রে জানা যায়, কলেজের ফরম পূরণের জন্য ঋতু বাবার কাছে ১২ হাজার টাকা চান। কিন্তু তার বাবা টাকা দিতে না পারায় অভিমান করে তিনি নিজ শয়নকক্ষে ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে পড়েন।
এ বিষয়ে বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান জাহিদ সরকার জানান, প্রাথমিকভাবে ঘটনাস্থল থেকে কোনো অপরাধমূলক হস্তক্ষেপের প্রমাণ পাওয়া যায়নি। মৃতদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময়ে বোচাগঞ্জ উপজেলায় আত্মহত্যার ঘটনা ভয়ানকভাবে বেড়েছে। গত ৮ মাসে উপজেলায় প্রায় ১২০ জন বিভিন্ন বয়সী মানুষ আত্মহত্যা করেছে। এ কারণে অভিভাবক মহলে চরম উদ্বেগ দেখা দিয়েছে।
এমন পরিস্থিতিতে সচেতন মহল মনে করছে, সামাজিক সচেতনতা বৃদ্ধি, স্কুল-কলেজে মানসিক স্বাস্থ্য নিয়ে মোটিভেশন, এবং সরকারি ও বেসরকারি উদ্যোগে আত্মহত্যা প্রতিরোধে গণসচে