সোমবার, ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বোচাগঞ্জে কোটি টাকার সম্পদের জরুরি ফাইল ও ১৭ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় আশা আক্তার (২৬) নামের এক তরুণীকে ঘিরে একাধিক গুরুতর অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্র ও অভিযোগকারীদের দাবি, তিনি স্বামী পরিত্যাক্তা পরিচয়ে বিভিন্ন এলাকায় অবস্থান করে অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকতে পারেন।

অভিযোগে বলা হয়, আবাসিক হোটেল, ছাত্রাবাস, ছাত্রনিবাস ও ভাড়া বাসায় অবস্থান করে অনৈতিক কার্যক্রম চালানোর পাশাপাশি শিশু পাচার ও মাদক বহনের সঙ্গেও তার সম্পৃক্ততার সন্দেহ রয়েছে। এ ছাড়া তার পরিবার মাদক সেবনকারী পিতা লাইসুর রহমান ও মাতা লিপি আক্তার—এই কর্মকাণ্ডে সহযোগিতা করছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

সর্বশেষ অভিযোগ অনুযায়ী, আশা আক্তার কোটি টাকার সম্পদের সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ জরুরি ফাইল, পাশাপাশি নগদ ১৭ লক্ষ ৯ হাজার ২০০ টাকা আত্মসাৎ করেছেন বলে দাবি করা হয়েছে।

আরও অভিযোগ করা হয়েছে, তিনি দুটি কন্যা সন্তানকে অবৈধভাবে জিম্মি করে রেখেছেন । মামলা তুলে না নিলে কোন কিছু ফেরত দেওয়া যাবে না একথা বলে আশা আক্তার।

এ বিষয়ে বোচাগঞ্জ থানায় ইতোমধ্যে দুটি সাধারণ ডায়রি (জিডি) করা হয়েছে বলে অভিযোগকারীরা জানিয়েছেন। একটি নিখোঁজ সংক্রান্ত সাধারণ ডায়েরি, যার জিডি নং ৮১৭/২৬। অপরটি কোটি টাকার সম্পদ জরুরি ফাইল আত্মসাৎ সংক্রান্ত, যার জিডি নং ১০১৫/২৬। আটজনকে আসামি করে দিনাজপুর নির্বাহী কোর্টে মামলা দায়ের যার নং পি২৪/২৬।

অভিযোগকারীদের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, কোটি টাকার সম্পদ সংক্রান্ত জরুরি ফাইল উদ্ধারে যে ব্যক্তি বা সংস্থা সহায়তা করতে পারবে, তাকে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।

অভিযোগপত্রে উল্লেখিত ঠিকানা অনুযায়ী, আশা আক্তারের স্থায়ী ঠিকানা জালগাঁও ৩ নম্বর মুর্শিদাহাট এবং সাম্প্রতিক অবস্থান ছিল পুরাতন গুচ্ছগ্রাম, ১ নম্বর নাফানগর ইউনিয়ন পরিষদ, বড় সুলতানপুর, বোচাগঞ্জ, দিনাজপুর। তবে এসব অভিযোগের বিষয়ে এখনো পর্যন্ত কোনো সরকারি তদন্ত প্রতিবেদন বা আদালতের চূড়ান্ত রায় পাওয়া যায়নি।

স্থানীয় সচেতন মহল দ্রুত নিরপেক্ষ তদন্ত, নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারের উদ্যোগ এবং আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মিজানুর রহমান আশ্বস্ত করেছেন বাদী আব্দুল মজিদ খানকে।

লিখিত অভিযোগ ও তথ্য-প্রমাণের ভিত্তিতে বিষয়গুলো খতিয়ে দেখার জন্য তদন্ত অফিসার হিসেবে দায়িত্ব দিয়েছেন এএসআই শামিমকে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *