
খান মো. আ. মজিদ, দিনাজপুর: ৫ আগস্ট, মঙ্গলবার— গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে দিনাজপুরের বোচাগঞ্জে এক আলোচনা সভায় বিএনপির তিনজন মনোনয়নপ্রত্যাশী একই মঞ্চে অংশগ্রহণ করে দলের অভ্যন্তরীণ ঐক্যের একটি বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন।
একই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোচাগঞ্জের বিএনপি নেতা আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, অধ্যাপক মোঃ মনজুরুল ইসলাম ও মোঃ মাজাহারুর ইসলাম।
বিভিন্ন সময় মনোনয়নপ্রত্যাশার কারণে নেতাকর্মীদের মধ্যে মতবিরোধ দেখা দিলেও এই দিবসে সকল দ্বিধা-দ্বন্দ্ব ভুলে তারা একসাথে দলীয় পতাকা তলে একত্রিত হন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “বোচাগঞ্জ বিএনপির যারা সত্যিকারের দলের ভক্ত ও আদর্শে বিশ্বাসী, তারা সবসময় চান দলের মধ্যে ঐক্য থাকুক। আজকের এই মিলনমেলা তারই প্রমাণ।”
স্থানীয় নেতাকর্মীরা এই ঐক্যবদ্ধ অংশগ্রহণকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও এই ধারা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। এদিন আলোচনা সভার পাশাপাশি শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও গণসংযোগ কর্মসূচিও অনুষ্ঠিত হয়।