
খান মোঃ আঃ মজিদ, দিনাজপুর: দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার ৫ নং ছাতইল ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের কোদালকাটি বালু মহালে নিত্যদিন চলছে অবাধ বালু চুরি।
স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোতালেব মেম্বারের নিজস্ব ট্রাক্টরের মাধ্যমে প্রতিদিনই লক্ষ লক্ষ টাকার বালু উত্তোলন ও পরিবহন করা হচ্ছে।
এভাবে বালু চুরির কারণে একদিকে সরকারের রাজস্ব বঞ্চিত হচ্ছে, অন্যদিকে পরিবেশ ও জনপথ মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে।
স্থানীয় সচেতন মহল বিষয়টি বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার, এসিল্যান্ড ও দিনাজপুর জেলা প্রশাসকের দ্রুত দৃষ্টি আকর্ষণ করেছেন এবং অবিলম্বে এ অবৈধ বালু উত্তোলন বন্ধ করার জোর দাবি জানিয়েছেন।