
খান মোঃ আঃ মজিদ, দিনাজপুর: দিনাজপুরের বোচাগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় প্রায় দেড় হাজার অসহায় সনাতন ধর্মাবলীর মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।
বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে বিএনপির চূড়ান্ত মনোনীত প্রার্থী, জেলা বিএনপির নির্বাহী সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বোচাগঞ্জ উপজেলা শাখার আয়োজনে সেতাবগঞ্জ বাজারের ডিএন প্লাজায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সফিকুল আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ হারেসুল ইসলাম, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ট্রাস্ট বোচাগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক সনাতন চন্দ্র দেব শর্মা ও সদস্য সচিব রঞ্জন রায়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব আবুল কাশেম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক।