
খান মো. আঃ মজিদ, দিনাজপুর: দিনাজপুরের বোচাগঞ্জে বে-সরকারি প্রতিষ্ঠান গুড নেইবারস্ বাংলাদেশ এর উদ্যোগে দিনব্যাপী শিক্ষক উন্নয়ন মেলা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে উপজেলার কেন্দ্রীয় মিলনায়তনে এ মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফ হাসান। আয়োজকরা জানান, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক সমাজকে আধুনিক শিক্ষণ পদ্ধতি, প্রযুক্তির ব্যবহার ও শিক্ষার্থীদের মনস্তাত্ত্বিক বিকাশের দিক নির্দেশনা দেওয়ার জন্য এ মেলার আয়োজন করা হয়।
দিনব্যাপী বিভিন্ন সেশন, কর্মশালা ও প্রদর্শনীতে অংশগ্রহণ করেন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা।প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন, “শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি ছাড়া জাতির ভবিষ্যৎ প্রজন্মকে সঠিকভাবে গড়ে তোলা সম্ভব নয়। এই ধরনের উদ্যোগ শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার, স্থানীয় জনপ্রতিনিধি, গুড নেইবারস্ বাংলাদেশের কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকারা।