
খান মো. আঃ মজিদ, দিনাজপুর: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা অডিটরিয়ামে শনিবার বিকালে বাংলাদেশ শিক্ষক সমিতি, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতি ও শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ফেডারেশন উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক কর্মচারী ঐক্য দিনাজপুর জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মোঃ মনজুরুল ইসলাম।
এ সময় তিনি তার বক্তব্যে বলেন, শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারীরা দেশের মেধা বিকাশ ও ভবিষ্যৎ প্রজন্ম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাই তাদের ন্যায্য দাবি দাওয়া পূরণসহ সকল ক্ষেত্রে সহযোগিতা প্রদান সরকারের দায়িত্ব।
সম্মেলনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।