
খান মো. আঃ মজিদ, দিনাজপুর: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় সরকারের বরাদ্দকৃত সার বিক্রয়ে অনিয়মের অভিযোগে এক সার ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার সেতাবগঞ্জ মাদ্রাসা রোডে অবস্থিত মেসার্স রাব্বানী স্টোরে অভিযান চালিয়ে এই জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল হুদা।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় এই দণ্ড প্রদান করা হয়।উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বরাদ্দকৃত সার বিক্রয়ে নির্ধারিত নীতিমালা না মানা ও অধিক দামে বিক্রির প্রমাণ পাওয়ায় এই ব্যবস্থা নেওয়া হয়।