
খাঁন মোঃ আঃ মজিদ, দিনাজপুর: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার বকুলতলা বাজারে সার মজুদ না রাখা ও ভুয়া ভাউচার তৈরির অভিযোগে সার ডিলার আব্দুস সালাম মিন্টুর ম্যানেজার আশিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মারুফ হাসান পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা আদায় করেন।
চলতি আমন মৌসুমে কৃষক হয়রানি রোধে জেলা প্রশাসনের সার ডিলারদের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে বকুলতলা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে দেখা যায়, নির্ধারিত পয়েন্টে সার মজুদ না রাখা এবং ভুয়া ভাউচার তৈরি করা হয়েছে। এসব অপরাধের সত্যতা পাওয়ায় মিন্টুর ম্যানেজার আশিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এর আগে একই দিন সেতাবগঞ্জ পৌর এলাকার মেসার্স আব্দুল লতিফ সার ডিলারের দোকানে অভিযান চালিয়ে মেমো ছাড়া সার বিক্রি করার অপরাধে ডিলার লতিফ মোল্লার ছোট ভাই মোঃ আবুল কালাম আজাদ রিপন মোল্লাকে ২০ হাজার টাকা জরিমানা করেন ইউএনও মারুফ হাসান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মারুফ হাসান জানান, “কৃষক হয়রানি রোধে এই অভিযান কয়েকদিন ধরেই চলছে, এবং আগামী আরও কয়েকদিন অব্যাহত থাকবে।”











