মঙ্গলবার, ২৫শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ,৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

বোচাগঞ্জ থানায় ও বিভিন্ন দপ্তরে ৯ জনের বিরুদ্ধে অভিযোগ

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের সেতাবগঞ্জে সাংবাদিক মো. আব্দুল মজিদ খাঁনের বসতবাড়ি থেকে নগদ টাকা, মোবাইল ফোনসহ দেড় লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে তার স্ত্রী মোছা. আশা আক্তারের বিরুদ্ধে। তিনি এ ঘটনায় বোচাগঞ্জ থানায় অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে মো. আব্দুল মজিদ খাঁনের শোয়ার ঘর থেকে মানিব্যাগে থাকা ৬ হাজার ৫০০ টাকা, ভোটার আইডি কার্ড, হিরো হোন্ডা মোটরসাইকেলের লাইসেন্স, ড্রয়ারে থাকা নগদ ৫০ হাজার টাকাসহ মোট ৫৬ হাজার ৫০০ টাকা চুরি করে নিয়ে যায়। তাছাড়া দুইটি মোবাইল সেট- অপ্পো রেনো এইট ফাইভ জি যার মূল্য ৪০ হাজার টাকা, স্যামসাং গ্যালাক্সি এ থারটিন যার মূল্য ২৬ হাজার টাকা। মোট ৬৬ হাজার টাকা ও দুই মোবাইল সেটের রশিদসহ ঘরের প্রধান গেট খুলে পালিয়ে যায় আশা আক্তার। অনেক খোঁজাখুঁজি করা পরও তাকে পাওয়া যায়নি।

অভিযুক্তরা হলেন- ১. মোছা. আশা আক্তার (২৫), পিতা মো. লাইছুর রহমান, ২. মো লাইছুর রহমান (৫৫), পিতা মৃত মফির উদ্দিন ৩. মোছা. লিপি আক্তার (৪৫), স্বামী মো. লাইছুর রহমান, ৪. মো. নয়ন মিয়া (২২), ৫. মো. আ. মালেক ওরফে চৌধুরী (৬০) পিতা মৃত মশির উদ্দিন, ৬. মো. দুলাল মিয়া (৬৫), পিতা মৃত আঃ হামিদ। তারা বোচাগঞ্জ উপজেলার বড় সুলতানপুর গুচ্ছগ্রাম আবাসন এলাকার বাসিন্দা।

গত ৩১/৯/২০১৮ নগদ টাকা ও অলংকার মোট ১,৭৮,৫০০ , ১৫/৬/২০২৩, ১৫/৭/২০২৩, ০৩/১১/২০২৩ ও ৩১/০১/২০২৪ নগদ ৪,০০০০০/-৳,সাড়ে ৬ ভরি স্বর্ণালঙ্কার, সাড়ে ১০ ভরি রুপা অলংকার, একটি বাটন এবং ৩ টি অ্যান্ড্রয়েড মোবাইল , একটি এলইডি টিভি, একটি সেলাই মেশিন, একটি ব্যালেন্ডার,একটি ইস্ত্রি আইরন, একটি প্রেসার কুকার ও অন্যান্য মূল্যবাণী মালামাল সহ জরুরী কাগজপত্র নিয়ে পালিয়ে যায় আশা আক্তার। মোট ১৬০,৯,২০০ লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে প্রবীণ সাংবাদিক মোঃ আঃ মজিদ খান।

অভিযুক্তদের বিরুদ্ধে নয়জনকে আসামি করে বোচাগঞ্জ স্থানে মামলা দায়ের এবং বিভিন্ন পুলিশ প্রশাসনের দপ্তরে অভিযোগ দায়ের করেছেন ১৮/১১/২০২৪ ইংরেজি সেতাবগঞ্জ ডাক অফিসের মাধ্যমে, ১. জেলা প্রশাসকের কার্যালয় সদর দিনাজপুর, ২. জেলা পুলিশ সুপার সদর দিনাজপুর, ৩. ওসি ডিবি পুলিশ কর্মকর্তা সদর দিনাজপুর, ৪. বাংলাদেশ সেনাবাহিনী, কুঠিবাড়ি ক্যান্টনমেন্ট, মিশন রোড, সদর দিনাজপুর, ৫. ওসি পিবিআই কর্মকর্তা ভারপ্রাপ্ত ফুলবাড়ি বাসস্ট্যান্ড রোড, সদর দিনাজপুর, ৬. র‍্যাব-১৩ মেডিকেল রোড, সদর দিনাজপুর, ৭. সহকারী কমিশনার ভূমি বোচাগঞ্জ থানা রোড, দিনাজপুর, ৮. উপজেলা নির্বাহী অফিসার বোচাগঞ্জ, দিনাজপুর, ৯. ১ নং ইউপি চেয়ারম্যান নাফানগর,বড় সুলতানপুর, বোচাগঞ্জ, দিনাজপুর, ১০. বোচাগঞ্জ থানা, দিনাজপুর। বাংলাদেশ ডাক বিভাগ রেজিস্ট্রি রশিদ নং 1. DL 982721165 BD 2. DL 982721165 BD 3. DL 982721182 BD 4. DL 608093526 BD 5. DL 608093512 BD 6. DL 608093543 BD 7. 608093530 BD 8. DL 608093565 BD & 9. DL 608093702 BD

অপরাধীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রয়োগ করে সিন্ডিকেট ভাঙ্গার সচেতন মহল এবং বোচাগঞ্জ উপজেলা বাসি করজরে দাবি জানিয়েছেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ