
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে দীর্ঘদিন আত্মগোপনে থাকা আলোচিত পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতার করেছে পুলিশ। বর্তমানে তারা জেল হাজতে রয়েছে।
ঘটনা সূত্রে জানা যায়, ২৫/৮/২০২৫ ইংরেজি তারিখে আনুমানিক বেলা ১২টার দিকে আসামিদের থানা থেকে গাড়ি তোলার সময় চার কনস্টেবল মোঃ হায়দার, মোঃ শাহাদাত, আশা আক্তার, রত্না উপস্থিত ছিলেন।
এ সময় থানার ডিউটি অফিসার এএসআই জহুরুল হকও উপস্থিত ছিলেন।
ভুক্তভোগী বাদী আব্দুল মজিদ খানের অভিযোগ, আসামিরা তাকে লক্ষ্য করে তলপেটে ও শরীরের বিভিন্ন স্থানে লাথি, কিল-ঘুষি মারে পুলিশের উপস্থিতিতে। কিভাবে সম্ভব এই নিয়ে প্রশ্ন ভুক্তভোগী বাদীর। ঘটনাটির প্রমাণ সিসিটিভি ফুটেজেও থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাহিদ হাসান সরকার, সেকেন্ড অফিসার ওয়াসিম শুনেছেন ও জেনেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, আত্মগোপনে থাকা আসামিদের ধরতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে গত ২৪ ও ২৫ আগস্ট রাতে টাঙ্গাইল জেলার মির্জাপুর থানা সংলগ্ন গড়াই এলাকা থেকে তাদের আটক করা হয়। এ অভিযানে অংশ নেন এএসআই শংকর রায়, এএসআই লেখন কুমার দাস, এসআই আব্দুর রহমান এবং কনস্টেবল আইয়ুব।
আটককৃতদের ভোর ৪টার দিকে থানায় আনা হয় এবং পরবর্তীতে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
আসামিদের মধ্যে রয়েছেন— ১. আশা আক্তার (পিতা: লাইসুর রহমান) ২. লিপি আক্তার (স্বামী: লাইসুর রহমান) ৩. লাইসুর রহমান (পিতা: মৃত মফির উদ্দিন), পুরাতন গুচ্ছগ্রাম আবাসন এলাকার বাসিন্দা। পুলিশ প্রশাসন জানায়, জনগণ সহযোগিতা করলে কোনো অপরাধীই অপরাধ করে রক্ষা পাবে না এবং পালিয়েও লুকিয়ে থাকতে পারবে না।