
নিজস্ব প্রতিবেদক:পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈম গোপালগঞ্জসহ দেশবাসীকে শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন দেশবাসীর শান্তি ও সমৃদ্ধি কামনা করে সমাজের ধনী-গরীব ধর্ম-বর্ণ, গোত্র, জাতিগোষ্ঠী সম্প্রদায় নির্বিশেষে সবাইকে পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার মধ্য দিয়ে ঈদের খুশি ভাগাভাগি করে নেয়ার আহবান জানান।
যুবলীগের এই নেতা বলেন, বৈশ্বিক সংকট স্বত্বেও ঈদকে আনন্দময় করে তুলতে হত দরিদ্র ও সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে ঈদ সামগ্রী পৌঁছে দিয়েছে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার।
বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা এবং নারী, শিশু সহ সমাজের অনগ্রসর জনগোষ্ঠীর কল্যানে নেয়া সরকারের কর্মসূচির উপষকারভোগীদের খোঁজ খবর নিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশনা সফল বাস্তবায়ন করতে নেতাকর্মীদের প্রতি আহবান জানান তিনি।