বৃহস্পতিবার, ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

ব্রাজিলের দাঙ্গায় সশস্ত্র বাহিনী সরাসরি জড়িত ছিল না : প্রতিরক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক: ব্রাজিলের প্রতিরক্ষা মন্ত্রী জোসে মুসিও শুক্রবার স্বীকার করেছেন, সশস্ত্র বাহিনী এই মাসের গোড়ার দিকে ব্রাসিলিয়ার দাঙ্গায় সরাসরি জড়িত ছিল না। ওই দিন সাবেক প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর কট্টর সমর্থকরা রাজধানী ব্রাসিলিয়ার একাধিক সরকারি ভবনে হামলা চালায়।
প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা এবং সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকের পর মুসিও সাংবাদিকদের সাথে কথা বলার সময় তিনি এ কথা বলেন। এটা ৮ জানুয়ারির দাঙ্গার পর এই ধরনের প্রথম বৈঠক।
মুসিও বলেন, ‘আমি বুঝতে পারছি যে, সরাসরি সশস্ত্র বাহিনী জড়িত ছিল না, কিন্তু যদি কোনো প্রকার অংশগ্রহণ থাকে, তাহলে তাদের নাগরিক হিসেবে জবাবদিহি করতে হবে’। খবর এএফপি’র।
ডানপন্থী সাবেক প্রেসিডেন্ট বলসোনারোর সমর্থকরা প্রেসিডেন্টের প্রাসাদ, সুপ্রিম কোর্ট এবং কংগ্রেসে হামলার মাত্র কয়েক দিন পরে, লুলা ‘দাঙ্গাকারীদের সম্ভবত নিরাপত্তা বাহিনীর গোপন সাহায্য ছিল’ বলে মন্তব্য করেন।’
এরপর থেকে তিনি তার নিরাপত্তার দায়িত্বে থাকা ৫০জনের বেশি সেনা সদস্যকে বরখাস্ত করেন।
মুসিও বলেন, সেনাবাহিনীর কমান্ডার জুলিও সিজার ডি আররুদা, নৌবাহিনীর মার্কোস ওলসেন ও বিমান বাহিনীর মার্সেলো দামাসেনো দাঙ্গায় জড়িত থাকা সশস্ত্র বাহিনীর সদস্যদের শাস্তি দেওয়ার ব্যাপারে সম্মত হয়েছেন।
চার হাজারের বেশি বলসোনারো সমর্থক ব্রাসিলিয়ায় ব্যাপকহারে আসবাবপত্র ভেঙে দিয়েছে, বিভিন্ন ভবনের সামনের অংশের ক্ষতি করেছে এবং এমনকি মূল্যবান শিল্পকর্মগুলোর ক্ষতি সাধন করেছে।
এরপর থেকে ২ হাজারের বেশি লোককে গ্রেফতার করা হয় এবং গ্রেফতারকৃতদের মধ্যে প্রায় ১,৪০০ জনকে গণতন্ত্র বিরোধী কর্মকান্ডের অভিযোগে আটক করা হয় এবং এ পর্যন্ত ৩৯ জনের বিরুদ্ধে সরকারি আইনজীবী আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু করেছেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ