
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার অন্তর্গত ৯ নম্বর ওয়ার্ড এলাকার নয়নপুর পুনিয়াউট চৌরাস্তা থেকে উলচাপাড়া ব্রিজ পর্যন্ত গুরুত্বপূর্ণ পাকা সড়কটির ভাঙা অংশ স্থানীয়দের নিজস্ব উদ্যোগে মেরামত করা হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল থেকে দিনভর চলে এ মেরামত কাজ।
দীর্ঘদিন ধরে এলাকাবাসী সড়কটি সংস্কারের জন্য জনপ্রতিনিধি, প্রশাসন ও স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (পৌরসভা ও জেলা পরিষদ) দৃষ্টি আকর্ষণ করে আসছিলেন। তবে কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় অবশেষে এলাকায় একদল তরুণ-যুবক নিজ উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে এ মেরামতের উদ্যোগ নেন।
স্থানীয়রা জানান, এ সড়কটি নয়নপুর, উলচাপাড়া, বিজ্বেশর, মোহাম্মদপুরসহ আশপাশের গ্রামের হাজারো মানুষের প্রধান চলাচলের পথ। কিন্তু দীর্ঘদিন সংস্কার না হওয়ায় রাস্তার বিভিন্ন অংশে বড় বড় গর্ত সৃষ্টি হয়। এতে প্রতিদিন যাতায়াতে দুর্ভোগের পাশাপাশি দুর্ঘটনার আশঙ্কাও বেড়ে যায়।
একজন স্থানীয় তরুণ বলেন, “আমরা বহুদিন ধরে রাস্তা সংস্কারের দাবিতে চেষ্টা করেছি, কিন্তু কোনো ফল পাইনি। তাই নিজেদের টাকায় ইটের খোয়া, বালু কিনে এনে গর্ত ভরাট করছি। এতে অন্তত মানুষ কিছুটা স্বস্তিতে চলাফেরা করতে পারবে।”
এই স্বেচ্ছাশ্রমে অংশ নেন ড্রাইভার, শ্রমিক, কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী, ছাত্র ও বেকার যুবকেরা। কেউ অর্থ দিয়ে সাহায্য করেছেন, কেউ কাঁধে মাটি বহন করেছেন, কেউবা কোদাল চালিয়ে শ্রম দিয়ে পাশে দাঁড়িয়েছেন। তাঁদের সম্মিলিত প্রচেষ্টায় রাস্তার ভাঙা অংশগুলো সাময়িকভাবে চলাচলের উপযোগী করা হয়েছে।
স্থানীয়রা মনে করেন, এটি তরুণদের একটি প্রশংসনীয় ও দৃষ্টান্তমূলক উদ্যোগ।
তবে তারা আশা করছেন, দ্রুতই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সড়কটির স্থায়ী সংস্কারের উদ্যোগ নেবে, যাতে এলাকাবাসীর দুর্ভোগ পুরোপুরি দূর হয়।











