সোমবার, ২০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ,৪ঠা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সড়কে ঝরল ৫টি তাজা প্রাণ

পারভেজ আলম আদেল, স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন।

রোববার বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের রামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মৈন্দ গ্রামের শাহজাহান মিয়ার ছেলে তুহিন হাসান (২৮), একই গ্রামের মকবুল আলীর ছেলে লোকমান হোসেন (৩০), সরাইল উপজেলার বাড়িউড়া গ্রামের আল আমিন মিয়ার ছেলে সুমন মিয়া (২৯), বিজয়নগর উপজেলার সাতগাঁও গ্রামের শাহজাহান মিয়ার ছেলে আকরাম (২৮) এবং রংপুর জেলার খামার মোহনা এলাকার ফজু মিয়ার ছেলে মনিরুজ্জামান।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকামুখী একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। ঠিক তখন পেছন দিক থেকে আসা সিলেটগামী একটি সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে দুই মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই চারজন মারা যান। খবর পেয়ে খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে এবং আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়। এর মধ্যে সন্ধ্যায় সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজনের মৃত্যু হয়। বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে আরও চারজন চিকিৎসাধীন রয়েছেন।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চারজনের মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে এবং আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনায় নিহতদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা সড়কে নিরাপত্তা ও দ্রুতগতির যানবাহন নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, , বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *