বুধবার, ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

‘ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা সমিতি, ঢাকা’র প্রথম সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: ঢাকায় বসবাসরত ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলাবাসীদের প্রাণের সংগঠন ‘ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা সমিতি, ঢাকা’র নবগঠিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় গুলফেঁশা প্লাজার ৫ম তলায় অবস্থিত সমিতির স্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলাসমিতি, ঢাকা’র প্রধান পৃষ্ঠপোষক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

সমিতি’র সভাপতি রাব্বী মিয়ার (যুগ্মসচিব, ইআরডি, অর্থ মন্ত্রালয়) সভাপতিত্বে অনুুষ্ঠিত সভাটি সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহীম খান (উপ পুলিশ কমিশনার, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ)।

সভায় সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী দ্বিতীয়বারের মতো ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হওয়ায় তাঁকে অভিনন্দন জানানো হয়। এছাড়া সমিতির সহসভাপতি বাবুল মিয়া জেলা পরিষদের সদস্য নির্বাচিত হওয়ায় তাঁকেও সমিতির পক্ষে অভিনন্দন জানানো হয়।

তাছাড়া একটি নির্দিষ্ট তারিখ নির্ধারণ পূর্বক জাঁকজমকপূর্ণ অভিষেক অনুষ্ঠান, জেয়াফত ও স্মরণিকা প্রকাশের সিন্ধান্ত গ্রহণ করা হয়েছে সমিতির প্রথম সভা থেকে। সবশেষে সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কার্যনির্বাহী কমিটির সদস্য জনাব মঈন উদ্দিন মঈনের দ্রুত আরোগ্য কমনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ