
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট লোকমান হোসেন। আজ সোমবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের এক পত্রে এ তথ্য জানানো হয়েছে।
সদর উপজেলা চেয়ারম্যান ফিরোজুর রহমান ওলিওর পদত্যাগের পর প্যানেল চেয়ারম্যান-১ লোকমান এ দায়িত্ব পেলেন।
ফিরোজুর রহমান ওলিও গত ২১ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব থেকে পদত্যাগ করেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া–৩ আসনে (সদর ও বিজয়নগর) বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে দলের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়ে আজ রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র নিয়েছেন ওলিও।
এদিকে, ওলিওর পদত্যাগপত্র গ্রহণ করে লোকমানকে অস্থায়ী চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব ড. মাসুরা বেগম স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়েছে।
ওই পত্রে বলা হয়েছে, ‘ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজুর রহমান স্বেচ্ছায় স্বীয় পদ থেকে পদত্যাগ করায় উপজেলা পরিষদের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য উপজেলা পরিষদ (কার্যক্রম বাস্তবায়ন) বিধিমালা, ২০১০ এর ১৫ (৩) ধারা অনুযায়ী নতুন চেয়ারম্যান কার্যভার গ্রহণ না করা পর্যন্ত প্যানেল চেয়ারম্যান-১ কে উপজেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যানের দায়িত্বসহ আর্থিক ক্ষমতা নির্দেশক্রমে প্রদান করা হলো।‘
উল্লেখ্য, এ চিঠির মর্মানুসারে ২৭ নভেম্বর সোমবার থেকেই অ্যাডভোকেট লোকমান হোসেন চেয়ারম্যান পদে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন।