
স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) মনোনীত এমপি প্রার্থী অ্যাডভোকেট তৈমুর রেজা শাহজাদ সরাইলের স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেছেন।
বৃহস্পতিবার বিকেলে সরাইলের বাংলা ক্যাফে হোটেলে সরাইল প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট তৈমুর রেজা শাহজাদ বলেন, সৎ, স্বচ্ছ ও জনবান্ধব রাজনীতির মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের মানুষের সুস্থ রাজনৈতিক পরিবেশ ফিরিয়ে আনতেই তিনি কাজ করতে চান। তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং এলাকার উন্নয়ন, জনসেবামুখী কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেএসডি সরাইল উপজেলা শাখার সভাপতি দিলিপ কুমার ওয়াস্তি ও সাংগঠনিক সম্পাদক আবদুল আজিজসহ স্থানীয় নেতৃবৃন্দ ও সাংবাদিকরা। মতবিনিময় সভাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।











