
নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর উপজেলা থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ও সাবেক ছাত্রনেতা মো: আলামিনুল হক আলামিন।
আজ (২০ ডিসেম্বর) সোমবার বিকালে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র জমা দিলেন মো: আলামিনুল হক আলামিন।
ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে দোয়া চেয়ে মো: আলামিনুল হক আলামিন বলেন, আপনাদের দোয়া,আশীর্বাদ ও ভালোবাসার স্বীকৃতির অংশ হিসাবে আমার প্রিয় দল আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছি। আওয়ামী লীগের সভানেত্রী, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আমার নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের বিষয়ে যে সিদ্ধান্ত গ্রহন করবেন, সেই সিদ্ধান্তই আমার কাছে চূড়ান্ত। নৌকাকে জেতাতে আমি সর্বোচ্চ চেষ্টা করবো, ইনশাআল্লাহ।
তিনি সব সময়ই গরীব ও অসহায় মানুষের পাশে ছিলেন এবং আজীবন থাকবেন।
তিনি দৈনিক যায়যায়কাল ও ডেইলি মর্নিং সান পত্রিকার সম্পাদক ও প্রকাশক।
উল্লেখ্য যে গত শনিবার সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। মনোনয়নপত্র বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।