বৃহস্পতিবার, ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

নাথ শ্মশান এই প্রথম সংসদ সদস্য উবায়দুল মোকতাদির চৌধুরীর আগমন

ব্রাহ্মণবাড়িয়াই দেবনাথ শ্মশান মন্দিরে মহাদেব বিগ্রহের উৎসব

সুদীপ দেবনাথ (রিমন সূর্য) ১৭ই জুন ২০২৩ রোজ শনিবার সকাল ১১.১৫ ঘটিকায় দেবনাথ শ্মশান প্রাঙ্গণে শ্রী শ্রী মহাদেব বিগ্রহের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত। মেরুডা ব্রাহ্মণবাড়িয়ার দেবনাথ শ্মশানটি ১২৬০ বাংলা স্হাপিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জনাব: র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি, সভাপতি, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। বিশেষ অতিথি জনাব: মোঃ হেলাল উদ্দিন, প্রাক্তন পৌর মেয়র ও সিনিয়র সহ-সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া জেলা। সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা জজ আদালতের পিপি এডভোকেট মাহাবুবুল আলম খোকন, জেলা নাথ সমিতির উপদেষ্টা, বিশিষ্ট চিকিৎসক ডা. জয় চন্দ্র দেবনাথ, বীর মুক্তিযোদ্ধা এডঃ মিন্টু ভৌমিক, সভাপতি, এড: লোকমান হোসেন সভাপতি, আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ ব্রাহ্মণবাড়িয়া জেলা। চিত্তরঞ্জন দেবনাথ, সাধারণ সম্পাদক,স্থানীয় পৌর কাউন্সিলর শেখ মহসিন, সুদীপ দেবনাথ (রিমন) সাংবাদিক ও অভিনেতা প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথির উদ্দ্যেশ্যে মানপত্র পাঠ করেন বিশিষ্ট চিকিৎসক ও ক্যান্সার বিশেষজ্ঞ ডা. শুভ্রা দেবনাথ। ২দিনব্যাপী নাথ শ্মশান মন্দিরে শ্রী শ্রী হরিনাম সংকীর্তন এর আয়োজন করা হয়েছে। প্রধান অতিথি র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বক্তব্যকালীন বলেছেন নদীর পাড় তিতাস পাড়ায় এতো সুন্দর নাথ মন্দির আমার জানাছিল না। আপনাদের যা যা দাবী দাবা আছে আমি সকল দাবী পূরণ করবো। আমি ইতিমধ্যে ৩লক্ষ টাকা সরকার থেকে দেওয়ার ব্যবস্থা করেছি। আমি আরও টাকা দিবো নাথ শ্মশান এই মন্দির এর সংস্করণ করতে। আপনারা সকলে জননেত্রী শেখ হাসিনা জন্য প্রার্থনা করবেন তিনি যেন সব সময় সুস্থ থাকেন। তিনি আপদেরকে সহযোগীতা করবেন আমার তো টাকা দিতে সমস্যা নাই। জয় বাংলা জয় বঙ্গ বন্ধু। সভাপতি এড: মিন্টু ভৌমিক বলেন শ্মশান পাড়ায় আনন্দ আর আনন্দ! শত ব্যস্ততাকে উপেক্ষা করে আপনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আগমনে আমাদের মন আনন্দে আত্মহারা। সকলের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। সুযোগ্য সমাজসেবক উন্নয়নের রূপকার সাহিত্য ও সাংস্কৃতিক ধারক অসাম্প্রদায়িক জননন্দিত নেতা; আপনাকে নাথ শ্মশান মন্দিরে পেয়ে সত্যিই খুবই আনন্দিত। সংসদ সদস্য হিসেবে আপনি উন্নয়নের স্বপ্নে বিভোর। উন্নয়নের আলোকবর্তিকা হিসাবে কথা যেন আপনাকেই মনোনীত করেছেন। মানুষ সুখে দুখে স্মরণ করে আর আপনি হলেন আমাদের পরম আপনজন অভিভাবক । তিতাস নদীর ঠিক মেড্ডা দেবনাথ শ্মশান মন্দিরটি বহুকাল থেকেই দেবনাথ সম্প্রদায় লোকজন তা ব্যবহার করে আসছে। ইতিমধ্যে আপনার সদিচ্ছায় মন্দিরটি উন্নয়নে সরকারি সহযোগিতাও পেয়ে আসছি।

তিতাস নদীর পার দেশে মন্দির ও শ্মশান সংলগ্ন একটি পরিত্যক্ত লাশ কাটা ঘর (বাংলাদেশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন) রয়েছে। এটি দুই যুগের প্রতীক তাল পতিত রয়েছে।
আপনার কাছে বিনীত অনুরোধ দেবনাথ শ্মশান ও সকল দেবনাথ এর পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি, পরিত্যক্ত পতিত লাশঘরটি মন্দির ও শ্মশান কাজে ব্যবহারের যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ দুজনে ব্যবস্থা গ্রহণ ও নির্দেশ করতে আপনার হস্তক্ষেপ কামনা করছি।
সেই সাথে আপনি বারবার আমাদের মাঝে ফিরে আসবেন বলে আমাদের প্রত্যাশা। এখন সৃষ্টিকর্তার নিকট আপনার সুস্থ সুন্দর জীবন ও দীর্ঘায়ু কামনা করি।

প্রশঙ্গত, ২৭০ বছর পূর্বে প্রতিষ্ঠিত মেড্ডা দেবনাথ শ্মশান মন্দির। অনুষ্ঠান শেষে উপস্থিত পূজার্থী ও ভক্তবৃন্দের মাঝে মহা প্রসাদ বিতরণ করা হয়।

সুদীপ /রিমন

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *