
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।।
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় মাদক কারবারি জুয়েল (২৮) এর হামলায় সিএনজি চালিত অটোরিকশা চালক মো. ইয়াসিন (২৫) মিয়া আহত হয়েছে।
রোববার (২৭ আগস্ট) রাতে উপজেলার মজলিশপুর ইউনিয়নের মজলিশপুর গ্রামের পশ্চিম পাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
আহত ইয়াসিন উপজেলার মজলিশপুর ইউনিয়নের মজলিশপুর গ্রামের হরমপুর এলাকার আব্দুল মালেকের ছেলে।
আহত ইয়াসিন জানান, আহত ইয়াসিন জানান, মজলিশপুর গ্রামের আব্দুল কাসেম ছেলে জুয়েল মিয়া একজন চিহ্নিত মাদক কারবারি ও নারী পাচারকারী।
দীর্ঘদিন যাবত এলাকায় মাদক পাচার করছিল। গতকাল রাতে ইয়াসিন মজলিশপুর পশ্চিম পাড়ার দিকে একটি কাজে যাচ্ছিল। এসময় মাদক কারবারি জুয়েল ও বিল্লাল জোরপূর্বক ভাবে তাকে আটকিয়ে মারধোর করেন। এক পর্যায়ে ইয়াসিনের হাতে ও উরুতে ছুরিকাঘাত করে তার কাছ থেকে ১০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে চলে যান। পরে আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
এব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসাইন বলেন, মজলিশপুর গ্রামের একজন অটোরিকশা চালক আহত হয়েছে বলে শুনেছি। ঘটনাস্থলে ও হাসপাতাল পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে আইনী ব্যবস্থা নিবো।