মো. মাইনউদ্দীন, সন্দ্বীপ: চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলায় মাইটভাংগা ইউনিয়নে অবস্থিত সন্দ্বীপ কারামতিয়া ফাজিল মাদ্রাসা।
এই মাদ্রসাটি ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত। দক্ষিণ সন্দ্বীপের একমাত্র ঐতিহ্যবাহি মাদ্রসা এটি। মুছাপুর, মাইটভাংগা, সারিকাইত, ও মগধরা ইউনিয়নের অনেক মাদ্রসা পড়ুয়া ছাত্রছাত্রী এই প্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহণ করে নিজেরদের অনেক সম্মানিত পেশায় প্রতিষ্ঠিত করেছে। বর্তমানে এই প্রতিষ্ঠানে রয়েছে ১ হাজারের ও বেশি ছাত্রছাত্রী।
কালের পরিবর্তে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে উন্নয়নের ছোঁয়া লাগলেও নানা কারণে বঞ্চিত হয়ে আছে এই প্রতিষ্ঠানটি। দীর্ঘ বছরেও এই প্রতিষ্ঠানে নির্মাণ হয়নি কোনো বহুতল ভবন। বিপুল পরিমাণ ছাত্রছাত্রীদের ক্লাস নিতে হচ্ছে দীর্ঘদিনের পুরাতন ঝুঁকিপূর্ণ ভবনে। এতে করে যে কোন মুহূর্তে ভবন ধসে পড়ে দুর্ঘটনার ঘটার সম্ভবনা রয়েছে।
এই বিষয়ে উক্ত প্রতিষ্ঠানের একজন শিক্ষক জানান, দীর্ঘদিন যাবত এই প্রতিষ্ঠানে কোনো নতুন ভবন নির্মাণ হচ্ছে না। শ্রেণিকক্ষ সংকটের কারণে আমাদের পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। মাদ্রাসার ছাত্রছাত্রীর সংখ্যা বাড়লেও ভবন না থাকায় পুরাতন ঝুঁকিপূর্ণ ভবনে আমাদের ক্লাস নিতে হচ্ছে। এতে শিক্ষক ও শিক্ষার্থী উভয়ে ঝুঁকির মধ্যে আছে।
এছাড়া খোঁজ নিয়ে জানা যায়, পূর্বে একাধিকবার এখানে ভবন নির্মাণের চেষ্টা করা হলেও জায়গা সংক্রান্ত সমস্যা থাকার কারণে ট্রেন্ডার অনুমোদন করা সম্ভব হয়নি। পরবর্তীতে ২০২১ – ২০২২ অর্থ বছরে এই প্রতিষ্ঠানে একটি বহুতল ভবন নির্মাণের প্রক্রিয়া শুরু হলে মজিবুর রহমান তালুকদার নামে এক ব্যক্তি শিক্ষা প্রকৌশল অধিদফতরে পুনরায় জায়গা সংক্রান্ত অভিযোগ করলে নির্মাণ কার্যক্রম থেমে যায়।
এই বিষয়ে উক্ত মাদ্রাসার প্রিন্সিপাল জানান, আমরা অনেক দিন যাবত ঝুঁকিপূর্ণ ভবনে শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছি। অতি দ্রুত আমাদের এই প্রতিষ্ঠানে নতুন ভবন নির্মাণ খুবই জরুরি। জায়গা নিয়ে এক লোকের ভিত্তিহীন অভিযোগের কারণে প্রতিষ্ঠানটি উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত। আমরা অতি দ্রুত এখানে শিক্ষার্থীদের জন্য নতুন ভবন নির্মাণের দাবি জানাচ্ছি। প্রয়োজনে পুরাতন ঝুঁকিপূর্ণ ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের দাবি জানাচ্ছি।