
পিরোজপুর প্রতিনিধি: ২৪ এর জুলাই যুদ্ধে অংশ নিয়ে ঢাকার রাজপথে পুলিশের গুলিতে নিহত পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার ধাওয়া গ্রামের বাসিন্দা মো. ছোবাহান হাওলাদারের ছোট ছেলে শহীদ এমদাদুল হকের প্রথম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।
এদিকে শহীদ এমদাদুল হকের প্রথম মৃত্যুবার্ষিকী ও জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে মঙ্গলবার (৫ আগস্ট ) সকালে তার সমাধি স্থলে পুষ্পস্তবক অর্পণ ও কবর জিয়ারত করেন পিরোজপুর জেলা প্রশাসন।
এ সময় উপস্থিত পিরোজপুর পুলিশ সুপার খাঁন মোঃ আবু নাসের, অতিরিক্ত জেলা প্রশাসক (উপ-পরিচালক স্থানীয় সরকার) মোঃ সাখাওয়াত হোসেন,ভাণ্ডারিয়া পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার রেহেনা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) সাখাওয়াত হোসেন, উপজেলা বিএনপির সভাপতি আহম্মদ সোহেল মনজুর সুমন, সেক্রেটারি মনির হোসেন আকন। জামাত ইসলামের সভাপতি মাওলানা মোহাম্মদ আমির হোসেন, সেক্রেটারি মাওলানা মোফাজ্জল হোসাইন।
শহীদ এমদাদুল হকের বাবা মো. ছোবাহান হাওলাদার, মা ফাতিমা বেগম এবং সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকসহ স্থানীয় বিভিন্ন পেশার মানুষ শ্রদ্ধাঞ্জলী ও দোয়ায় অংশ নেন।
২০২৪ সালের ২০ জুলাই ঢাকার যাত্রাবাড়ীতে ফ্যাসিস্ট সরকার বিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে মারা যান ভান্ডারিয়া ধাওয়া গ্রামের এমদাদুল হক।