শুক্রবার, ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ,৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

ভারতের মাটিতে কলকাতায় “বিশ্ব বাংলা সম্মাননা-২০২২” পেলেন মুন্সীগঞ্জের মিজান সরদার

কলকাতা প্রতিনিধি: কলকাতায় “বিশ্ব বাংলা সম্মাননা-২০২২” আন্তর্জাতিক সম্মাননা পেলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য, সাবেক ছাত্রনেতা,মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলার এম মিজান সরদার সমাজ সেবায়/সমাজ কর্মী ও সংগঠনে বিশেষ অবদান স্বরূপ ভারতের কলকাতার বহুল প্রচারিত ও প্রকাশিত অন্যদিন পত্রিকার আয়োজিত অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করে।

কলকাতার বহুল প্রচারিত ও প্রকাশিত অন্যদিন পত্রিকার ১৫ বছর পূর্তি উপলক্ষ্যে এবং দুই বাংলার ভ্রাতৃত্বের সেতুবন্ধন তৈরিতে গত ২৬ সেপ্টেম্বর ২০২২ সোমবার কলকাতা সময় সন্ধ্যা ৭টায় পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি হল রুমে বিশ্ব বাংলা সম্মাননা-২০২২ প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কলকাতায় অবস্থানরত বাংলাদেশ দূতাবাসের ডেপুটি হাইকমিশনার আন্দালিব ইলিয়াস উপস্থিত থেকে বাংলাদেশের ৫ গুণীজনকে এই সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মিডিয়া এডভাইজার অশোক মজুমদার, কলকাতা প্রেসক্লাবের সাবেক সভাপতি বর্তমান ভাইস প্রেসিডেন্ট প্রনব কে আর লাহিরি, বাজিতপুর সম্মেলনের সভাপতি মৃত্যুঞ্জয় চৌধুরী, কলকাতার প্রখ্যাত কবি সাহিত্যিকসহ প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অন্যদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক অমিত বিক্রম রানা।
মিজান সরদার বলেন এই সম্মাননা উৎসর্গ করলাম আমার মাতৃভূমি মুন্সীগঞ্জ জেলা এবং টংগিবাড়ী উপজেলা বাসীদের।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ