মিফতাহুল ইসলাম, পীরগঞ্জ (রংপুর): ভারতে বিশ্বনবী হজরত মুহাম্মদ(সা.)-কে নিয়ে কটূক্তির নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম পীরগঞ্জ উপজেলা শাখা। তাদের আয়োজনে মঙ্গলবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
হেফাজতে ইসলামের রংপুর বিভাগীয় সাধারণ সম্পাদক মাওলানা রেজাউল করিম ও পীরগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা গোলাম কিবরিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন ।
ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ কর্তৃক রাসুল (সা.)-এর নামে জঘন্য কটূক্তি এবং বিজেপির সংসদ সদস্য নিতেশ নারায়ণ রানে কর্তৃক তাকে সমর্থন করার ঘটনায় বিশ্বের সর্বস্তরের ধর্মপ্রাণ নবীপ্রেমিক মুসলমানদের অন্তরে আগুন জ্বালিয়ে দিয়েছে।
এই কটূক্তির নিন্দা ও প্রতিবাদ প্রতিবাদ জানান হেফাজতে ইসলাম পীরগঞ্জ উপজেলা শাখা নেতৃবৃন্দরা।
বক্তারা আরও বলেন, গত আগস্ট মাসে সংঘটিত এই ঘটনায় মামলা হলেও এখন পর্যন্ত রাজ্য সরকার কাউকে গ্রেপ্তার না করায় বিশ্ব মুসলিমের অন্তরে ক্ষোভ আরো বহু গুণে বৃদ্ধি পেয়েছে। যার ফলে ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের মুসলিম জনতা রাস্তায় নেমে আসতে বাধ্য হয়েছে। মুসলমানের প্রাণাধিক প্রিয় নবী (সা.)-এর অবমাননাকারীদের অনতিবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকর করার জন্য ভারত সরকারের প্রতি জোরালো আহ্বান জানান বক্তরা।