বুধবার, ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ,১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

ভারতে পেঁয়াজের শুল্ক কমালেও কমছে না দাম

কৌশিক চৌধুরী, হিলি: দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি অব্যাহত থাকলেও দাম নিয়ে হতাশ পাইকার ক্রেতারা। দুইদিন আগে আমদানি করা পেঁয়াজ বন্দরে ৮০ থেকে ৮৫ কেজি দরে বিক্রি হলেও বর্তমানে বন্দরে সেই পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮৬ থেকে ৯০ টাকা কেজি দরে।

পাইকার ক্রেতা শরিফুল ইসলাম বলেন, এক সপ্তাহ আগে ভারত থেকে পেঁয়াজ আমদানি উপরে শুল্ক কমানোর পরে বন্দরে পেঁয়াজের দাম কিছুটা কমে আসছিলো। এতে কেনাবেচা ভালো হয়েছিল। এদিকে নতুন পেঁয়াজের আজুহাত দেখিয়ে হঠাৎ করে দুই দিনের ব্যবধানে আবারো নাসিক, ইন্দোর জাতের পেঁয়াজ কেজিতে ৪ থেকে ৫ টাকা বেড়েছে। দুইদিন আগে বিক্রি হয়েছে ৮০ থেকে ৮৫ টাকা কেজি দরে। যা বর্তমান বন্দরে বিক্রি হচ্ছে ৮৬ থেকে ৯০ টাকা কেজি দরে। পেঁয়াজের দাম বাড়ায় কিছুটা সমস্যায় পড়তে হচ্ছে।

পাইকারি ক্রেতা লোকমান হোসেন বলেন, ভারত থেকে পেঁয়াজ আমদানি অব্যাহত থাকলেও এদিকে পেঁয়াজ আমদানির উপরে শুল্ক ৪০ শতাংশ থেকে ২০ শতাংশ কমিয়ে দিলেও বন্দরে সেই তুলনায় পেঁয়াজের দাম কমে নাই। এদিকে শুল্ক কমার সাথে সাথে ভারতের মোকামগুলোতে পেঁয়াজের কেজিতে ১০ থেকে ১২ বেড়ে গেছে। পেঁয়াজের দাম উঠা-নামা কারণে এসব পেঁয়াজ দেশের বিভিন্ন স্থানে পাঠিয়ে আমাদের লোকসান গুনতে হচ্ছে।

হিলি স্থলবন্দর আমদানি রপ্তানিকারক গ্রুপের সভাপতি শাখাওয়াত হোসেন শিল্পী বলেন, হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানির উপরে শুল্ক ৪০ শতাংশ থেকে ২০ শতাংশ করায় ভারত থেকে পেঁয়াজের আমদানি কিছুটা বেড়েছে। দুইদিন আগে আমদানি করা পেঁয়াজ প্রকার ভেদে ৮০ থেকে ৮৫ টাকা কেজিতে বিক্রি হলেও বর্তমানে ভারতে নতুন পেঁয়াজের অজুহাত দেখিয়ে ভারতের মোকামগুলোতে পেঁয়াজের দাম কেজিতে ১০ থেকে ১২ বাড়িয়ে দিয়েছে তারা। বর্তমানে পেঁয়াজ বন্দরে বিক্রি হচ্ছে ৮৬ থেকে ৯০ টাকা কেজি দরে। ভারতে নতুন পেঁয়াজ পুরো দমে উঠা শুরু হলে দাম আবারো কমে আসতে পারে।

হিলি কাস্টমসের তথ্যমতে, চলতি তিন দিনে ভারতীয় ৩৪ ট্রাকে প্রায় ৯৭৮ টন পেঁয়াজ আমদানি হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ