বশির আলমামুন, চট্টগ্রাম: ভারত থেকে ২৪ হাজার ৬৯০ টন চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে নোঙ্গর করেছে বেলিজের পতাকাবাহী এমভি তানিশ ড্রিম জাহাজ।
বৃহস্পতিবার সকালে বন্দরের ১১ নম্বর জেটিতে নোঙর করে জাহাজটি। চালের নমুনা সংগ্রহপূর্বক পরীক্ষা শেষে নিয়মিত প্রক্রিয়ায় জাহাজ থেকে চাল খালাস করা হবে।
জেলা খাদ্য অধিদপ্তরের চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক জ্ঞানপ্রিয় বিদূর্শী চাকমা জানান, উন্মুক্ত দরপত্রের চুক্তির আওতায় ভারত থেকে আমদানিকৃত ২৪ হাজার ৬৯০ টন সেদ্ধ চাল নিয়ে এমভি তানিশ ড্রিম জাহাজ আজ সকালে চট্টগ্রাম বন্দরে নোঙ্গর করেছে। এটি অন্তর্বর্তী সরকারের আমলে উন্মুক্ত দরপত্রের চুক্তির আওতায় ভারত থেকে আমদানিকৃত চালের প্রথম চালান।
আমদানিকৃত চাল পরীক্ষার প্রয়োজনীয় কার্যক্রম শেষে খালাসের কাজ শুরু হবে। এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।