বুধবার, ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ,১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

ভারত-বাংলাদেশ মৈত্রী সম্মাননা পেলেন সাংবাদিক মানিক লাল ঘোষ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য, সাংবাদিক ও কলামিস্ট মানিক লাল ঘোষকে সাহিত্য ও সাংবাদিকতার মাধ্যমে দুই বাংলার সম্পর্ক উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ভারত বাংলাদেশ মৈত্রী সম্মাননা প্রদান করেছে ভারত বাংলাদেশ সাহিত্য সংস্কৃতি পরিষদ। সম্প্রতি রাজধানীর কেন্দ্রীয় কচি কাঁচার মিলনায়তনে অনুষ্ঠিত মৈত্রী উৎসবে তার হাতে এই সম্মাননা তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী ও অনুষ্টানের উদ্বোধক সাবেক তথ্য সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ ।

দৈনিক সকালের সময়ের ডেপুটি এডিটর হিসেবে কর্মরত মানিক লাল ঘোষ এর আগে মাই টিভির সিনিয়র রিপোর্টার হিসেবে প্রধানমন্ত্রী, সচিবালয় ও আওয়ামী লীগ বিট কভার করেছেন। মাই টিভিতে ”রাজনীতির রাজনীতি” নামে তার সাপ্তাহিক বিশেষ সেগমেন্ট প্রচারিত হতো। দেশের বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন পোর্টালে মানিক লাল ঘোষের নিয়মিত রাজনৈতিক বিশ্লেষণধর্মী কলাম, ছড়া ও কবিতা প্রকাশিত হচ্ছে। ৫৮ বার স্বেচ্ছায় রক্তদানকারী মানিক লাল ঘোষ মানবিক কল্যাণ, সাংবাদিকতা, সাহিত্য ও শিক্ষা বিস্তারে অবদানের স্বীকৃতিস্বরূপ ইতোমধ্যে মহাত্মা গান্ধী পিস অ্যাওয়ার্ড, মাদার তেরেসা পদক, বঙ্গবন্ধু পদক, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা পদক, মুজিব শতবর্ষ সম্মাননা, হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড, শেরে বাংলা পদক, রোটারী ব্লাড ডোনার অ্যাওয়ার্ড, সন্ধানী ডোনার ক্রেস্ট, বেস্ট এ্যাপেক্সিয়ান অ্যাওয়ার্ড, কোয়ান্টাম ফাউন্ডেশনের আজীবন রক্তদাতা সম্মাননা, ইয়াং লিডারশীপ অ্যাওয়ার্ড , বেস্ট পাবলিক স্পিকার অ্যাওয়ার্ড, ঝালকাঠি জেলার শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী ও সেরা সমাজকর্মীর স্বীকৃতিসহ অর্ধশতাধিক পদক ও সম্মাননায় ভূষিত হয়েছেন। মানিক লাল ঘোষ একজন দক্ষ সংগঠক।

তিনি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটি ও বাংলাদেশ ছাত্র লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য। বর্তমানে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ হিন্দু -বৌদ্ধ – খ্রিষ্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক । অতীতে এপেক্স ক্লাব অব ঝালকাঠির প্রেসিডেন্ট ও সেক্রেটারি এবং ঝালকাঠি সন্ধানী ডোনার ক্লাবের সাধারণ সম্পাদক সহ অনেক সামাজিক, সাংস্কৃতিক সংগঠনে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ