আল আমিন, ভালুকা (ময়মনসিংহ): যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভালুকায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল ১০ টায় ভালুকা নতুন বাসস্ট্যান্ড এলাকায় এ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। মেডিক্যাল ক্যাম্পে প্রায় সহস্রাধিক রোগীকে ফ্রি ব্লাড টেস্ট ও বিভিন্ন রোগের ব্যবস্থাপত্র প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সভাপতি তারেক উল্যাহ চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন, মাজহারুল ইসলাম, মাহমুদুর রহমান, সিদ্দিকুর রহমান, লুৎফর রহমান, আল মামুন সরকার ও সারোয়ার জাহান কামাল প্রমুখ।
দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসকদের পরামর্শ, কিডনি, ডায়াবেটিস ও ব্লাড প্রেসার পরীক্ষাসহ রোগীদের বিনামূল্যে ঔষুধ দেওয়া হয়। এ সময় ফ্রি চিকিৎসা সেবা পেয়ে খুশির কথা জানিয়েছেন সেবাগ্রহীতারা।