
নুরুল আমিন, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম): কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলায় দুই মাদককারবারিকে পুলিশের ভ্যান থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
রোববার রাতে উপজেলার চর ভুরুঙ্গামারী ইউনিয়নের বাবুরহাট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশের ছয় সদস্যকে থানা থেকে প্রত্যাহার করে কুড়িগ্রাম পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাবুরহাট গ্রামের হাফিজুল ইসলাম ও তার স্ত্রী দীর্ঘদিন ধরে মাদক কারবারির সঙ্গে জড়িত। রোববার ওই বাড়িতে অভিযান চালিয়ে ১ হাজার ৬২০টি ইয়াবাসহ ওই দম্পতিকে আটক করে ভুরুঙ্গামারী থানা পুলিশ। আটকের পর আসামিদের ভ্যানে তোলার সময় পিছন থেকে পুলিশ টাকা নিয়েছে বলে জনসাধারণকে উস্কে দিয়ে মাদক কারবারি হাফিজুর ও তার স্ত্রীকে ছিনিয়ে নেয় মাদক সিন্ডিকেটের কতিপয় সদস্যরা।
সহকারী পুলিশ সুপার (ভুরুঙ্গামারী সার্কেল) মাসুদ রানা জানান, অভিযানের ব্যর্থতার কারণে ভুরুঙ্গামারী থানার ছয় পুলিশ সদস্যকে রোববার রাতেই প্রত্যাহার করা হয়েছে। টাকা লেনদেনের বিষয়ে চূড়ান্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি।