ভুরুঙ্গামারী( কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলায় ৪৯ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে স্থানীয় ছাত্র-জনতা।
আটককৃত মাদক কারবারীরা হলেন হলেন উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের বড়খাটামারী গ্রামের প্রাক্তন ইউপি সদস্য আব্দুল আজিজের ছেলে নুরনবী (৪০) ও শিংঝাড় খাসির ভিটা গ্রামের সামছুল হকের ছেলে শাহ আলম (৪১)।
রোববার সকালে গ্রেফতারকৃত আসামিদেরকে কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত আনুমানিক ১০টার দিকে তিনজন বাংলাদেশী ভারতীয় সীমান্ত ‘নো ম্যানস ল্যান্ড’ এলাকা হতে মাদকদ্রব্য নিয়ে বাউসমারী আসার সময় স্থানীয় ছাত্র-জনতা দেখতে পায়। তাদের ধাওয়া করে সীমান্ত পিলার ৯৫৪এস এর ৫শ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাউশমারী গ্রামের ভোলা মোড় নামক স্থানে মাদককারবারী নুরনবী ও শাহ আলমকে ৪৯ বোতল ফেনসিডিলসহ আটক করে ও শিংঝাড় বিজিবির নিকট হস্তান্তর করে।
এসময় অপর মাদক কারবারি লাল মিয়া কৌশলে পালিয়ে যায়। জিজ্ঞাসাবাদে তারা লাল মিয়াসহ ফেনসিডিল ভারতীয় সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল বলে জানায়।
ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পূর্বেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। আজও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।