নুরুল আমিন, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম): কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলায় পুলিশ ও যৌথবাহিনীর পৃথক দুটি অভিযানে ১২২ বোতল ফেন্সিডিল ও ৫৩৫ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও থানা পুলিশের যৌথ অভিযানে উপজেলার জয়মনিরহাট ইউপির দক্ষিণ শিংঝার এলাকা থেকে শুক্রবার রাত ৩টা ৪৫ মিনিটে মৃত আবুল কাশেমের ছেলে জহুরুল ইসলাম (৪০) কে নিজ বাড়ি থেকে ১২২ বোতল ফেন্সিডিল, ৪০ পিস ইয়াবা ও ৩৫গ্রাম গাঁজাসহ আটক করে। পরে তাদের ভুরুঙ্গামারী থানায় হস্তান্তর করা হয়।
অপর একটি অভিযানে উপজেলার সদর ইউপির সোনাতলী এলাকার সহিদুল ইসলামের স্ত্রী মিনারা বেগমকে নিজ বাড়ি থেকে ৫শ গ্রাম গাঁজাসহ আটক করে ভুরুঙ্গামারী থানা পুলিশ।
ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ জিল্লুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, পৃথক দুটি অভিযানে আটককৃত দুই মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।