সোমবার, ১১ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ,২৭শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

ভূরুঙ্গামারীতে ওজনে কম দেওয়ায় ফিলিং স্টেশন বন্ধ করেছেন ছাত্ররা

আতিকুর রহমান, কুড়িগ্রাম উত্তর : কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার জয়মনিরহাটের মেসার্স সাহা ফিলিং স্টেশনে পেট্রোল ও ডিজেল বিক্রি করার সময় মাপে কম দেওয়ার অভিযোগ উঠেছে।

শুক্রবার রাত সাড়ে দশটার দিকে কয়েকজন ব‍্যক্তি মোটর সাইকেলে তেল তুলতে সাহা ফিলিং স্টেশনে যান। তেল নেওয়ার পর মাপে কম দিয়েছে সন্দেহ হলে তারা ঘটনাটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের জানান। খবর পেয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ভূরুঙ্গামারী উপজেলা শাখার সমন্বয়ক ঘটনাস্থলে গিয়ে প্রথমে তারা ২.২৫ লিটারের একটি বোতলে তেল নিয়ে ১৩.৫৬ টাকার তেল কম পান। এই সংবাদ ছড়িয়ে পড়লে আশেপাশের লোকজন জড়ো হয়ে প্রতিবাদ জানান। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা ফিলিং স্টেশনটি আপাতত বন্ধ রাখতে বলেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভূরুঙ্গামারী স্বমন্নয়ক মো. সানি ও মোজাম্মেল হক জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং মাপে কম দেওয়ার বিষটি নিশ্চিত হয়ে আপাতত ফিলিং স্টেশনটি বন্ধ রাখতে বলেছি।

সাহা ফিলিং ষ্টেশনের ম‍্যানেজার আনন্দ চক্রবর্তী জানান, গতকাল থেকেই আমাদের তেলের মজুদ শেষ পর্যায়ে। তেলের লেভেল নিচে নেমে গেলে মাপে সামান‍্য একটু তারতম‍্য হয়। ছাত্ররা আপাতত পাম্প বন্ধ রাখতে বলেছে। নতুন তেল আসলে পুনরায় তেল বিক্রি শুরু হবে।

উল্লেখ্য, মাপে কম দেওয়ার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুড়িগ্রাম অফিস মেসার্স সাহা ফিলিং স্টেশনকে একাধিকবার অর্থ জরিমানা করেছেন বলে জানা গেছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ